সেলফি স্পেশাল এক্সপেরিয়া সি ৫
সেলফি স্পেশাল নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে সনি। এ মাসের শুরুতে বিশ্বব্যাপী সনি এক্সপেরিয়া এম ৫ এবং এক্সপেরিয়া সি ৫ স্মার্টফোন দুটি একসঙ্গে বাজারে ছাড়া হয়। এক্সপেরিয়া সি ৫ আলট্রা মডেলের সেটটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ২৯ হাজার ৯৯০ রুপিতে। এ খবর জানিয়েছে এনডিটিভি।
স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। দুই ক্যামেরার জন্যই রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং সনি এক্সমোর আরএস সেন্সর।
এক্সপেরিয়া সি ৫ আলট্রা মডেলে রয়েছে ইমেজ এবং ভিডিও স্ট্যাবলাইজার, অটো সিন রিকগনিশন, ৮০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ২৫ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (রিয়ার ক্যামেরা), ৪ এক্স ডিজিটাল জুম, ফুল এইচডি রেকর্ডিং, জিও-ট্যাগিং এবং রেড আই রিডাকশন।
এটি চলবে অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে। রয়েছে ৬৪-বিট অক্টা-কোর মিডিয়া টেক (এমটি৬৭৫২) প্রসেসর। ১.৭ গিগাহার্টজ এআরএম মালি৭৬০ জিপিইউ এবং ২ জিবি র্যাম। আরো আছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ব্যাটারি রয়েছে ২৯৩০ এমএএইচের।
তবে মাঝারি দামের সনির অন্যান্য স্মার্টফোনের মতো এতে ডাস্ট বা ওয়াটার প্রটেকশন প্রযুক্তি নেই। সাদা, কালো এবং গ্লসি সফট মিন্ট রঙে পাওয়া যাচ্ছে সি ৫ স্মার্টফোনটি।