ফেসবুকে মন্তব্য করার আগে ভেবে নিন
সামাজিক যোগাযোগের দুনিয়ায় এখন ‘লাইক-কমেন্ট’-ই সব। ফেসবুকে ঢুঁকলেই আমাদের হাতে থাকা কিছু লাইক এবং কমেন্ট আমরা খরচ করে ফেলি অন্যদের প্রোফাইলে। কিন্তু অতিরিক্ত কমেন্ট করার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই কমেন্ট করার আগে একটু ভেবে নিতে হবে। কী ভাবতে হবে সেটার কিছু পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। পড়ে নিতে পারেন, কাজে লাগবে।
১. আপনার কমেন্ট কি আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায়?
মনে রাখবেন, কমেন্টটি আপনার প্রোফাইল থেকে করা হচ্ছে। লোকে সেটাকে আপনার বক্তব্য হিসেবেই ধরে নেবে। তাই মজার করেই হোক আর সিরিয়াসলি হোক যা বলতে চাইছেন বলার আগে ভাবুন সেটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কি না। যদি আপনার মনে হয় মানানসই, তাহলে নিশ্চিন্তে কমেন্ট করুন আর যদি সন্দেহ থাকে তাহলে এড়িয়ে যাওয়াই ভালো।
২. কী পড়ছেন কী লিখছেন?
নিজের মতামত জানানোর আগে যে পোস্টে কমেন্ট করবেন সেটি ভালো করে দুবার পড়ে নিন। কারণ পোস্টটি কী প্রকাশ করতে চাইছে সেটা না বুঝে কমেন্ট করলে আপনাকে নিয়েই লোকে হাসাহাসি করবে। পোস্ট পড়ুন এবং বুঝুন। তারপরে ঠিক করুন কমেন্ট করবেন কি না?
৩. আক্রমণাত্মক নয়তো?
ফেসবুকে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে যায় মতপার্থক্যের কারণে। সেটা এড়িয়ে চলাটাই ভালো। তাই রাগের মাথায় কমেন্ট করবেন না। কারণ আপনি ডিলিট করে ফেললেও কারো কাছে কমেন্টটির স্ক্রিনশট থেকে যেতে পারে। এসব ঝামেলা এড়ানোর সবচেয়ে ভালো উপায় কোনো আক্রমণাত্মক কমেন্ট না করা। কারণ কথায় কথা বাড়ে।
৪. একই কথা অন্য কেউ বলেনি তো?
পোস্ট পড়েই কমেন্ট করে ফেললেন, অথচ খেয়াল করেননি আপনার কথা আরেকজন আগেই বলে দিয়েছেন। কমেন্ট করার আগে পোস্টে বাকিদের কমেন্টগুলো দেখে নিলে ভালো হয়। তাহলে একই ধরনের কমেন্ট দ্বিতীয়বার হবে না।
৫. পোস্টটি পড়া আছে?
অনেকেই আসল পোস্ট না পড়ে বাকিদের কমেন্ট দেখেই পাল্টা কমেন্ট করে ফেলেন। ফলাফলে বিতর্ক আরো বাড়ে। তাই দীর্ঘ হলেও পোস্ট পুরোটা পড়ে কমেন্ট করুন। সঙ্গে কোনো লিংক থাকলে সেগুলোও পড়ে নিন। এমনও হতে পারে, পোস্টটি পুরো পড়ার পর আপনার মনে হতে পারে কমেন্ট করার কোনো দরকার নেই।