ভ্যানিটি ফেয়ারের প্রচ্ছদে জাকারবার্গ
মার্ক জাকারবার্গ। প্রতিমুহূর্তে যে ফেসবুকে সময় কাটাই আমরা, তার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের বার্ষিক এস্টাবলিশমেন্ট তালিকায় এবার শীর্ষস্থানে চলে এসেছেন জাকারবার্গ। নিজের প্রতিষ্ঠান ফেসবুকের কারণেই তাঁর এই সাফল্য। এ খবর জানিয়েছে ম্যাশেবল।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা এবং নতুন আইডিয়া নিয়ে কাজ করা প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে লাইফস্টাইল এবং ফ্যাশনবিষয়ক মার্কিন ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার।
এবারের তালিকাটিতে জাকারবার্গকে সঙ্গ দিচ্ছেন আন্তর্জাতিক পরিবহন নেটওয়ার্ক প্রতিষ্ঠান ‘উবার’-এর প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক। তালিকায় তাঁর অবস্থান দ্বিতীয়। ‘অ্যামাজন’-এর প্রধান নির্বাহী জেফ বেজোস রয়েছেন তৃতীয় অবস্থানে। আর ‘অ্যাপল’-এর প্রধান নির্বাহী টিম কুক আছেন চতুর্থ অবস্থানে।
কেন জাকারবার্গ শীর্ষস্থানে? এর ব্যাখ্যা দিয়েছে ভ্যানিটি ফেয়ার কর্তৃপক্ষ। তাদের মতে, ‘পৃথিবীর ইতিহাসে কোনো প্রতিষ্ঠান ফেসবুকের মতো এত জনপ্রিয়তা পায়নি। বিশ্বজুড়ে ১৫০ কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করছেন। সিলিকন ভ্যালির সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিপতি এখন জাকারবার্গ।’
৩১ বছর বয়সী জাকারবার্গ হচ্ছেন সবচেয়ে কম বয়সী ব্যক্তি, যিনি ভ্যানিটি ফেয়ারের বার্ষিক তালিকার শীর্ষস্থানে আসীন হয়েছেন।
এ সম্পর্কে ভ্যানিটি ফেয়ারের সম্পাদক গ্রেডন কার্টার ছোট্ট একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ভিজিট করা সাইটের তালিকায় ফেসবুকের অবস্থান দ্বিতীয়। এতে সন্তুষ্ট নন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জাকারবার্গ। তিনি আরো অনেক দূর যেতে চান। এই আকাঙ্ক্ষাই তাঁকে এগিয়ে রেখেছে।’