অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে উন্নত ভয়েস কমান্ড
স্মার্টফোনের ওয়াইফাই চালু করতে আর আঙুল খাটিয়ে সেটিংস পরিবর্তন করার প্রয়োজন নেই। এখন মুখের একটি নির্দেশই যথেষ্ট। স্মার্টফোনের ওয়াইফাই চালু বা বন্ধ থেকে শুরু করে কিছু সেটিংস মুখের নির্দেশে (ভয়েস কমান্ড) চালানোর এই সুবিধা পাবেন গুগলের অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ ‘ললিপপ’ চালিত স্মার্টফোনের ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড-পুলিশ নামক একটি সাময়িকী জানিয়েছে, অ্যান্ড্রয়েড ‘ললিপপ’ চালিত স্মার্টফোনে ওয়াইফাই, ব্লুটুথ, ফ্লাশলাইট চালু বা বন্ধ করা যায় মুখের নির্দেশে। এর আগে মুখের নির্দেশে সেটিংস পর্যন্ত খুঁজে পাওয়া যেত। তবে কোনো পরিবর্তন করতে হতো আঙুলের নির্দেশেই।
অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ ‘ললিপপ’ এসেছে গত বছর নভেম্বরে। প্রায় তিন মাস পার হলেও এখনো মোট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মাত্র ১.৬ শতাংশ এই সংস্করণ ব্যবহার করেন। প্রায় ৪০ শতাংশই এখনো অ্যান্ড্রয়েডের আগের সংস্করণ ‘কিটক্যাট’ ব্যবহার করেন।
ক্যাপশন
অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ ‘ললিপপ’ ব্যবহারকারীরা কিছু সেটিংস পরিবর্তন করতে পারবেন মুখের নির্দেশেই। ছবি : এনগ্যাজেট