আসছে ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েড ফোন ‘ভেনিস’
প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে, বিশেষ করে যাঁরা ব্ল্যাকবেরির প্রথম অ্যানড্রয়েড ফোনের জন্য এতদিন অপেক্ষা করেছিলেন। ব্ল্যাকবেরি ‘ভেনিস’ নামে এই স্মার্টফোনের একটি হ্যান্ডস অন ভিডিও প্রকাশ করেছে ফোন বিক্রেতা কানাডার প্রতিষ্ঠান বাকা মোবাইল। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড অথরিটি এবং দ্য ভার্জ।
অ্যানড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, ভেনিসে রয়েছে ১ দশমিক ৮ গিগাহার্টজের হেক্সা-কোর স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর। মটো এক্স পিওর এবং এলজি জি ৪ মডেলেও একই প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ভেনিসের রয়েছে ৫ দশমিক ৪ ইঞ্চি কিউএইচডি কার্ভড স্ক্রিন, ৩ জিবি র্যাম এবং ১৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
ব্ল্যাকবেরি ভেনিসে চমক হিসেবে রয়েছে দুটি কিবোর্ড। টাচস্ক্রিনের নিচেই রয়েছে কোয়ার্টি কিবোর্ড। টাচস্ক্রিনকে স্লাইড করে সরিয়ে দিলেই দেখা পাবেন কিপ্যাডের। ফুল ক্যাপাসিটিভি এই কিবোর্ডের মাধ্যমে স্ক্রিন স্ক্রল করা যাবে আরামেই।
ব্যবহারকারীদের আগ্রহের কারণেই হয়তো মুখ বন্ধ রেখেছে ব্ল্যাকবেরি।
তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডার জানিয়েছে, নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে ব্ল্যাকবেরি ভেনিস।