টুইটারে মোদির দেড় কোটি ফলোয়ার
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ সক্রিয়। এবার টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। আর এই বিপুলসংখ্যক ফলোয়ার নিয়ে বিশ্বনেতাদের মধ্যে নিজের অবস্থানটি এগিয়েই রাখলেন মোদি।
টুইটারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফলোয়ার রয়েছে সাড়ে ছয় কোটির মতো। বিশ্বনেতাদের মধ্যে তাঁর ফলোয়ার সবচেয়ে বেশি।
আর নিজ দেশ ভারতে টুইটার ফলোয়ার সংখ্যার দিক থেকে মোদির অবস্থান তৃতীয়। প্রথমে আছেন অমিতাভ বচ্চন আর দ্বিতীয় অবস্থানে শাহরুখ খান।
এ বছরের এপ্রিলে টুইটার ফলোয়ার সংখ্যার দিক থেকে পৃথিবীর তৃতীয় জনপ্রিয় নেতা ছিলেন মোদি। গত এক বছরে ৮০ লাখের বেশি ফলোয়ার যোগ হয়েছে মোদির টুইটার অ্যাকাউন্টে। এসব ফলোয়ারের বেশির ভাগই ভারতীয়।
ক্ষমতায় আসার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন তিনি। এমনকি লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের দলের প্রতীকসংবলিত সেলফি টুইটারে দিয়ে বিতর্কিত হয়েছিলেন।
আর নির্বাচনে জয়লাভের পর মোদি যে টুইটটি করেছিলেন, সেটা এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশিবার রিটুইট হওয়া টুইট। ৭৫ হাজার ৪৫৫ বার রিটুইট হয়েছিল মোদির সেই টুইট।