নোটের উন্নত সংস্করণ আনছে ফেসবুক
ছবি, ভিডিও বা পোস্ট শেয়ারের জন্য ফেসবুকের তুলনা নেই। কিন্তু ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে সম্ভাবনা থাকলেও ফেসবুকে সেভাবে ব্লগিংয়ের ক্ষেত্র হয়ে উঠতে পারেনি। যদিও এর সুযোগ ছিল ফেসবুকের হাতে। এবার সে সুযোগটাই কাজে লাগাচ্ছে তারা। নোট নিয়ে তাই এবার উঠেপড়ে লেগেছে ফেসবুক। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
ফেসবুকে বড় পোস্ট লেখার জন্য ফেসবুক নোট অ্যাপ্লিকেশনটিকে ঢেলে সাজাতে চাইছেন ফেসবুকের ইঞ্জিনিয়াররা। এই অ্যাপ্লিকেশনটিতে অপার সম্ভাবনা দেখছেন তাঁরা। ২০১০ সালে সর্বশেষ নোট নিয়ে কাজ করেছিলেন তাঁরা।
এখন থেকে নোটে ব্লগের মতো করেই লিখতে পারবেন ব্যবহারকারীরা। তাই যোগ করা হয়েছে হেডার, ব্লক কোটস, বুলেটেড ও নাম্বারড লিস্ট।
নোটের সঙ্গে ছবি দেওয়ার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। নোটের সঙ্গে চাইলে একটি কভার ইমেজও যোগ করা যাবে।
প্রয়োজনে ছবি এমবেড করা যাবে নোটের মধ্যে। যদিও এসব সুবিধা আগেও ছিল, তবে এবার আরো সহজ এবং উন্নত করা হয়েছে এগুলোকে।
পরিবর্তন আনা হয়েছে নোটের অঙ্গসজ্জায়ও। এখন থেকে আরো বেশি করে এগুলোতে ব্লগপোস্টের মতো করে সাজানো হবে। তবে এখনো বিশ্বের সব দেশের ব্যবহারকারীরা নতুন এই নোটের দেখা পাবেন না। বিশেষ কিছু অঞ্চলের ব্যবহারকারীরা আপাতত এ সুবিধা পাবেন। বাকিরা পেতে একটু সময় লাগবে।