কর্মী ছাঁটাই করবে টুইটার
মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন প্রধান নির্বাহী হয়ে এসেছেন সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, এটা এখন পুরোনো খবর। তবে এসেই কিন্তু ডরসি বেশ হৈচৈ ফেলে দিয়েছেন। গত মঙ্গলবার ডরসি ঘোষণা দিয়েছেন, টুইটার থেকে ৩৩৬ কর্মীকে ছাঁটাই করা হবে, যা টুইটারের মোট লোকবলের ৮ শতাংশ। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট ডটকম জানিয়েছে এই খবর।
গত ৫ অক্টোবর প্রধান নির্বাহী হিসেবে টুইটারে যোগ দেওয়ার পর ডরসির এটাই প্রথম পদক্ষেপ। সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি থেকে সাত বছর আগে বরখাস্ত হওয়ার পর সম্প্রতি প্রধান নির্বাহী হয়ে ফিরে এসেছেন তিনি। আর এসেই টুইটারের ভাগ্য পরিবর্তনে উঠেপড়ে লেগেছেন। অন্তত এই পদক্ষেপ সে রকমই ইঙ্গিত দেয়।
একসময় সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বিপুল জনপ্রিয় হলেও ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে সাম্প্রতিক বছরগুলোতে অনেকটা পিছিয়ে পড়েছে টুইটার। তাই টুইটার কর্তৃপক্ষ এখন মরিয়া হয়ে চেষ্টা করছে তাদের জনপ্রিয়তা বাড়াতে।
কিছুদিন আগেই তারা চালু করেছে ‘মোমেন্টস’ নামে একটি নতুন ফিচার। এর মাধ্যমে অসংখ্য টুইটের ভিড় থেকে পছন্দের টুইটগুলো আলাদা করে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি এক মেইলে টুইটারের কর্মচারীদের ডরসি বলেন, ‘আমাদের অভিজ্ঞতাকে পুঁজি করে এগিয়ে যেতে হবে। মোমেন্টসের উদ্যোগটা আমাদের এগিয়ে যাওয়ার প্রথম ধাপ।’
ডরসির এ ঘোষণার আগে টুইটারে চার হাজার ১০০ জন কর্মী কাজ করতেন। প্রায় ৩১ কোটি ব্যবহারকারী টুইটার ব্যবহার করলেও সংখ্যাটা ফেসবুকের ১৪০ কোটি কিংবা ইনস্টাগ্রামের ৪০ কোটির তুলনায় অনেক কম। তাই ডরসি রীতিমতো উঠেপড়ে লেগেছেন পরিস্থিতির পরিবর্তনে।