বাংলাদেশি বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতল সিম্ফনি
দেশি-বিদেশি সেরা ৩৫টি ব্র্যান্ডকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ও বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন। রাজধানীর একটি হোটেলে গত শনিবার রাতে ‘সেরা ব্র্যান্ড পুরস্কার ২০১৫’ শীর্ষক এ সম্মাননা দেওয়া হয়। সিম্ফনির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
ভোক্তাদের ওপর গবেষণা জরিপের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশে ব্যবসারত সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কারটি দেওয়া হয়। প্রতিটি শ্রেণীতে সেরা ব্র্যান্ড ছাড়াও শীর্ষ ১০ দেশীয় ব্র্যান্ড এবং সার্বিকভাবে শীর্ষ ১০ ব্র্যান্ডকে পুরস্কার দেওয়া হয়েছে।
দেশি ও বিদেশি মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডগুলোকে ছাপিয়ে ‘সেরা ব্র্যান্ড পুরস্কার ২০১৫’-এর প্রথম স্থানটি দখল করে নিয়েছে সিম্ফনি। বাংলাদেশে সব ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে সিম্ফনি চতুর্থ বেস্ট ব্র্যান্ডের অ্যাওয়ার্ড লাভ করেছে।