নতুন ট্যাব আনল শাওমি
রেডমি নোট-৩ স্মার্টফোনের পর এবার নতুন একটি ট্যাব বাজারে এনেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি। মিপ্যাড-২ মডেলের এই ট্যাবটির অ্যানড্রয়েড ও উইন্ডোজ দুটি ভার্স বাজারে ছাড়া হয়েছে। অর্থাৎ চাইলে ব্যবহারকারীরা অ্যানড্রয়েড বা উইন্ডোজ যেকোনো একটি অপারেটিং সিস্টেম বেছে নিতে পারবেন। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
শাওমির এই ট্যাবে রয়েছে ১৫৩৬ x ২০৪৮ পিক্সেল রেজল্যুশনের ৭ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে। এতে রয়েছে ২ জিবি র্যাম ও ২.২৪ গিগাহার্টজ কোয়াড-কোর ইন্টেল অ্যাটম এক্স৫-জেড ৮৫০০ চিপসেট। ১৬ ও ৬৪ জিবির দুটি আলাদা ইন্টারনাল স্টোরেজ ভার্সন রয়েছে মিপ্যাড-২-তে।
ট্যাবটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ও ব্লুটুথ। ইউএসবি টাইপ সি কানেক্টর রয়েছে ট্যাবটিতে আর ব্যাটারি রয়েছে ৬১৯০ এমএএইচ-এর।
অ্যানড্রয়েড ললিপপ অপারেটিংয়ের এমআইইউআই ৭ সফটওয়্যার এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চালিত দুটি আলাদা ভার্সন তৈরি করা হয়েছে। ক্রেতারা কেনার সময় পছন্দমতো অ্যানড্রয়েড বা উইন্ডোজ অপারেটিং থেকে বেছে নিতে পারবেন।
ট্যাবটির অল মেটাল বডি ৬.৯৫ মিলিমিটার পাতলা এবং ওজন মাত্র ৩২২ গ্রাম। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ৯৯৯ ইয়েন এবং ৬৪ জিবির দাম রাখা হয়েছে ১২৯৯ ইয়েন।