হুয়াওয়ের ফ্ল্যাগশিপ মেট ৮
মাত্র তিন বছরের ব্যবধানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতার জায়গা নিয়ে নিয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। চীনের আরো দুটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ও লেনোভোর সঙ্গে হুয়াওয়ের চলছে দারুণ প্রতিযোগিতা। আর এতে লাভ হচ্ছে ব্যবহারকারীদেরই।
হুয়াওয়ে নিয়ে এসেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ হুয়াওয়ে মেট ৮। ছয় ইঞ্চি স্ক্রিনের এই স্মার্টফোন চলবে কিরিন ৯৫০ অক্টাকোর প্রসেসর এবং মালি টি৮৮০এমপি৪ গ্রাফিকস কো-প্রসেসরে। হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
মেট ৮-এর বডি অ্যালুমিনিয়ামের তৈরি। ৩ জিবি ও ৪ জিবি র্যামের দুটি আলাদা ভার্সন রয়েছে সেটটির। ৩২ জিবি, ৬৪ ও ১২৮ জিবির ইন্টারনাল মেমোরি স্টোরেজ থেকে পছন্দমতো যেকোনোটি বেছে নিতে পারবেন ক্রেতারা।
স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে ৪০০০ এমএএইচ-এর। আগামী বছরের শুরুর দিকে চীনের বাজারে পাওয়া যাবে হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপ। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমের মডেলের দাম শুরু হবে ৪৬৯ ডলার থেকে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের দাম শুরু হবে ৫৭৯ ডলার থেকে এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের দাম শুরু হবে ৬৮৯ ডলার থেকে।