আইফোন-৭ হবে আরো পাতলা
পরবর্তী আইফোনের মডেল হবে আইফোন-৭। এরই মধ্যে আগামী আইফোন নিয়ে জল্পনা-কল্পনা, গবেষণা শুরু হয়ে গেছে। নতুন খবর হচ্ছে, আকারে আইফোন-৭ হবে আরো পাতলা। এক মিলিমিটার পুরুত্ব কমে যাচ্ছে হ্যান্ডসেটটির। আর সে জন্য বাতিল হয়ে যাচ্ছে এর ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাকটি।
পৃথিবীর প্রায় সব ফোন, ট্যাব ও ডেস্কটপে অডিও জ্যাক হিসেবে ৩ দশমিক ৫ মিলিমিটারের নির্দিষ্ট মাপ ব্যবহার করা হয়, যাতে হেডফোন বা স্পিকার ব্যবহারে কোনো অসুবিধা না হয়। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটের প্রতিবেদন বলছে, আইফোন-৭- এ ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকবে না।
প্রযুক্তিবিষয়ক জাপানি ওয়েবসাইট ম্যাক ওটাকারা তাদের প্রতিবেদনে দাবি করেছে, ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাকের বদলে আইফোন-৭ মডেলে থাকবে লাইটেনিং কানেক্টর, যা শুধু লাইটেনিং জ্যাক সমৃদ্ধ হেডফোনগুলোতেই কাজ করবে।
তবে ব্যবহারকারীরা যেন বেশি সমস্যায় না পড়ে, সে জন্য একটা কনভার্টারও জুড়ে দেওয়া হবে, যাতে লাইটেনিং কানেক্টরকে ৩ দশমিক ৫ মিলিমিটারের জ্যাকে পরিবর্তন করে ব্যবহার করা যায়।
গত বছর আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল অবশ্য লাইটেনিং পোর্ট ব্যবহারের ওপর বেশি জোর দিয়েছিল। ২০১৪ সালের জুনে প্রতিষ্ঠানটি এমএফআই (মেড ফর আইফোন) নামে একটি প্রযুক্তির ঘোষণা দেয়। এরপরই লাইটেনিং কেবল ব্যবহার করে আইফোন ও আইপ্যাডের জন্য বিশেষ হেডফোন তৈরিতে থার্ড পার্টি ম্যানুফ্যাকচারারদের দায়িত্ব দেয় আইফোন।
আইফোন-৭ মডেলে যদি অ্যাপল সত্যিই লাইটেনিং কানেক্টর ব্যবহার করে, তাহলে বলতেই হচ্ছে এটা অনেক বড় একটা পরিবর্তন। অবশ্য অ্যাপল সব সময়ই তাদের বিভিন্ন পণ্য নিয়ে নানা রকম গবেষণা চালিয়ে এসেছে। এ বছরেই তারা বাজারে ছাড়ে নতুন ম্যাকবুক, যেখানে শুধু একটি ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়। এটি এ বছরের প্রযুক্তিবিশ্বের আলোচিত ঘটনা হলেও অ্যাপল কিন্তু তার সিদ্ধান্তে অটল ছিল।