জিওনির নতুন স্মার্টফোন পি৫ ডব্লিউ
কয়েক দিন আগেই জিওনি বাজারে ছেড়েছে তাদের নতুন স্মার্টফোন ম্যারাথন এম৫। এবার তারা বাজারে ছেড়েছে তাদের আরেক স্মার্টফোন জিওনি পি৫ডব্লিউ। জিওনির ওয়েবসাইটে এই হ্যান্ডসেটের খবর প্রকাশ করা হলেও এর দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
জিওনি পি৫ডব্লিউতে রয়েছে ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই। এটি চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ ভার্সনে। রয়েছে ৭২০ x ১২৮০ পিক্সেলের ৫ ইঞ্চি আইপিএস অনসেল ডিসপ্লে।
১ দশমিক ৫ গিগাহার্টজের অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ এসওসি প্রসেসরের সঙ্গে রয়েছে ১ জিবি র্যাম। আছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। চার্জ ধরে রাখবে ২০০০ এমএএইচ-এর ব্যাটারি। কানেক্টিভিটির জন্য আছে থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, জিপিএস এবং মাইক্রো ইউএসবি ২.০।
সাদা, নীল, লাল, হলুদ ও কালো রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। সেটটির অডিও সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে ডিটিএস থ্রিডি সারাউন্ড সাউন্ডটেক। আরো আছে ফেস আনলক সিস্টেম।