এপ্রিলে আসছে অ্যাপল ওয়াচ
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৪ এপ্রিল বাজারে আসছে অ্যাপল ওয়াচ। এর দাম শুরু হবে ৩৪৯ ডলার থেকে। আর সর্বোচ্চ দাম হবে ১৭ হাজার ডলার। দামের এই ফারাক নির্ভর করবে অ্যাপল ওয়াচে ব্যবহৃত উপকরণের ওপর। চাহিদা অনুযায়ী বেল্ট ও ডায়ালের উপকরণ পাল্টে নিতে পারবেন ব্যবহারকারীরা।
গত সেপ্টেম্বরে স্মার্টওয়াচের ঘোষণা দেয় অ্যাপল। তবে এর বিস্তারিত কিছুই তখন জানানো হয়নি। গতকাল সোমবার সানফ্রান্সিসকোতে অ্যাপল ওয়াচের বিস্তারিত তুলে ধরেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
চলুন, জেনে নেওয়া যাক কী থাকছে অ্যাপল ওয়াচে :
১. কাস্টমাইজড অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি অ্যাপল ওয়াচ পাওয়া যাবে ধূসর ও রুপালি রঙে। এতে থাকবে নানা রঙের বেল্ট। বেল্টগুলো তৈরি করা হয়েছে উন্নতমানের প্লাস্টিক দিয়ে। বেল্টের আকৃতি হবে ৩৮ থেকে ৪২ মিলিমিটার। আর এসব ঘড়ির দাম পড়বে ৩৪৯ থেকে ৩৯৯ ডলার।
২. ইস্পাতের তৈরি অ্যাপল ওয়াচ পাওয়া যাবে ৫৪৯ থেকে ১ হাজার ৪৯ ডলারের মধ্যে।
৩. সোনার তৈরি অ্যাপল ওয়াচ পাওয়া যাবে ১০ হাজার থেকে ১৭ হাজার ডলারের মধ্যে।
৪. এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত অ্যাপল ওয়াচের আগাম অর্ডার নেওয়া হবে। আর সব ঘড়ি ক্রেতা হাতে পাবেন ২৪ এপ্রিল।
৫. প্রধম ধাপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন, জাপান, হংকং, জার্মানি ও ফ্রান্সের বাজারে ছাড়া হবে ঘড়িগুলো।
৬. ওয়াই-ফাই ও ব্লুটুথের মাধ্যমে অ্যাপল ওয়াচ সংযুক্ত থাকবে আপনার আইফোনের সঙ্গে। ঘরের যেখানেই থাকুক আইফোন, আপনি সেটা ঘড়ি দিয়েই ব্যবহার করতে পারবেন।
৭. আইফোন ব্যবহার করে অ্যাপল ওয়াচ স্টোর থেকে ঘড়ির অ্যাপ্লিকেশন নামিয়ে নেওয়া যাবে।
৮. টানা ১৮ ঘণ্টা চার্জ থাকবে অ্যাপল ওয়াচে।
৯. একটি অ্যাপল ওয়াচ দিয়ে আরেকটি অ্যাপল ওয়াচের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে।
১০. স্মার্টওয়াচকে অ্যাপল বলছে পরিধানযোগ্য প্রযুক্তি। এর মাধ্যমে আইপ্যাডে থাকা গানগুলোও শুনতে পারবেন ব্যবহারকারীরা।