বন্ধ হয়ে গেল নেক্সাস ফাইভের বিক্রি
গত বছর বেশ ধুমধামের সঙ্গেই বাজারে এসেছিল এলজি গুগল নেক্সাস ফাইভ। কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি গুগলের এই স্মার্টফোন। তাই গত বছরই গুগলের পক্ষ থেকে জানানো হয়েছিল, এ বছরের শুরুতে বন্ধ করে দেওয়া হবে নেক্সাস ফাইভের বিক্রি।
কথা রেখেছে গুগল। গুগল স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে নেক্সাস ফাইভ। তবে অন্যান্য ই-কমার্স সাইট এবং খুচরা বিক্রেতাদের কাছে মিলবে নেক্সাস ফাইভ।
গুগলের এক মুখপাত্র বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে নেক্সাস ফাইভের বিক্রি বন্ধ করে দিয়েছি। আমাদের সব মনোযোগ এখন নেক্সাস সিক্স নিয়ে।’
এর আগেও গুগল স্টোর থেকে গুগলের প্রথম ল্যাপটপ ‘ক্রোমবুক পিক্সেল’ বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর বদলে নতুন আরেকটি ক্রোমবুক পিক্সেল নিয়ে কাজ করছে গুগল, যেখানে থাকবে টাইপ-সি ইউএসবি কানেক্টর।