ব্ল্যাকবেরির নতুন ট্যাবলেট
স্মার্টফোন নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি আবারও একটি নতুন ট্যাবলেট নিয়ে এসেছে। স্মার্টফোনের বাজারে বেশ জনপ্রিয় হলেও ট্যাবলেটের বাজারে এর আগে ততটা ভালো করতে পারেনি ব্ল্যাকবেরি।
তাদের প্রথম ট্যাবলেট ছিল ‘প্লেবুক’। কিন্তু সফটওয়্যার জটিলতার কারণে ট্যাবলেটটি বাজারে মোটেও সাড়া জাগাতে পারেনি। ব্যবহারকারীরা শুরুতেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
নিরাপত্তা এবং দাপ্তরিক কাজের জন্য কদর রয়েছে ব্ল্যাকবেরি পণ্যের। আর সেটা কাজে লাগিয়ে এবার বাজার মাত করতে চায় তারা। নতুন এই ট্যাবলেটের নাম দেওয়া হয়েছে ‘সেকু ট্যাবলেট’। এটি ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
সেকু ট্যাবলেট তৈরিতে অন্যদের সাহায্য নিতে হয়েছে ব্ল্যাকবেরিকে। স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস ১০ দশমিক ৫-এর হার্ডওয়্যার ব্যবহার করেছে ব্ল্যাকবেরি। আর সফটওয়্যারের জন্য সহায়তা নেওয়া হয়েছে কার্ড নিরাপত্তা প্রতিষ্ঠান সেকু স্মার্টের কাছ থেকে। গত বছর প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছিল ব্ল্যাকবেরি। ভয়েস কল এবং তথ্যের নিরাপত্তা নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া আইবিএমের কাছ থেকেও সফটওয়্যারের জন্য সহায়তা নিয়েছে ব্ল্যাকবেরি। তবে নিরাপত্তা নিয়ে এতসব আয়োজন থাকলেও ফেসবুক ও ইউটিউবের অ্যাপ্লিকেশনগুলোও এতে চলবে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকার জন্য আলাদা কোনো গেজেট ব্যবহার করতে হবে না ব্যবহারকারীকে।
নিরাপত্তার জন্য সেকু ট্যাবলেটের দামও বেশ বাড়তি, দুই হাজার ৩৬০ ডলার। তবে যে ধরনের গ্রাহকের কথা মাথায় রেখে ব্ল্যাকবেরি এই ট্যাবলেট বানিয়েছে, তাদের জন্য খরচটা বেশি কিছু নয়।