তাইওয়ানের বাজারে এইচটিসি ডেজায়ার ৮৩০
এইচটিসির অন্যতম জনপ্রিয় সিরিজ ‘ডেজায়ার’। এই সিরিজের নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এইচটিসি ডেজায়ার ৮৩০ মডেলের স্মার্টফোনটি ছাড়া হচ্ছে তাইওয়ানের বাজারে।
এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সর্বপ্রথম স্মার্টফোনটি উন্মুক্ত করা হয়েছিল। সাদা ও কমলা এবং সাদা ও নীল এই দুই রঙে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি।
এইচটিসি ডেজায়ার ৮২০ এর উন্নত সংস্করণ ডেজায়ার ৮৩০। তাইওয়ানের বাজারে এইচটিসি ডেজায়ার ৮৩০ মডেলের দাম ধরা হয়েছে ৩১০ মার্কিন ডলার। আগামী ৬ মে থেকে এটি তাইওয়ানে পাওয়া যাবে। তবে বিশ্বব্যাপী কবে এটি বাজারে ছাড়া হবে তা জানানো হয়নি।
এইচটিসি ডেজায়ার ৮৩০ স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে (১০৮০x১৯২০ পিক্সেলস)।
এর প্রসেসর ১.৫ গিগাহার্জের অক্টা-কোর হেলিয়ো এক্স ১০। ৩ জিবি র্যামের সঙ্গে রয়েছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে ২ টেরাবাইট পর্যন্ত। স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৬.০ অপারেটিং সিস্টেমে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা যাতে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অপ্টিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন। ফ্রন্ট ক্যামেরা রয়েছে আলট্রাপিক্সেলের।
গান শোনার জন্য ডিভাইসটির সামনে রয়েছে ডুয়েল ফ্রন্ট-ফায়ারিং স্পিকার, যাতে রয়েছে বুম সাউন্ড ও ডলবি অডিও।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে ফোরজি এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস। এতে ব্যাটারি রয়েছে ২৮০০ এমএএইচের।