সাড়ে ৭ শতাংশ অ্যানড্রয়েড ফোনে চলছে মার্শম্যালো
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো। তবে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র সাড়ে ৭ শতাংশ অ্যানড্রয়েড ফোনে চালু হয়েছে মার্শম্যালো। অ্যানড্রয়েড ডেভেলপারদের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
গুগলের এ বছরের আই/ও সম্মেলনের আর বাকি দুই সপ্তাহ। এ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে গুগল। এ সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে বড় ধরনের প্রচার চালাতে পারে তারা ডেভেলপারদের মধ্যে।
সামনেই আসছে অ্যানড্রয়েডের আরেকটি নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যানড্রয়েড এন’।
এখন পর্যন্ত অ্যানড্রয়েডের যেসব সংস্করণ বাজারে রয়েছে, তার মধ্যে কিটক্যাট চলছে ৩৫ দশমিক ৬ শতাংশ অ্যানড্রয়েড ফোনে। কিটক্যাট অপারেটিং সিস্টেম বাজারে ছাড়া হয়েছিল ২০১৩ সালে।
অ্যানড্রয়েড জেলি বিন রয়েছে ৩২ দশমিক ৫ শতাংশ অ্যানড্রয়েড স্মার্টফোনে। জেলি বিন রয়েছে ২০ দশমিক ১ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইসে। আইসক্রিম স্যান্ডউইচ রয়েছে ২ শতাংশ অ্যানড্রয়েড ফোনে।
আর জিঞ্জারব্রেড রয়েছে ২ দশমিক ২ শতাংশ অ্যানড্রয়েড স্মার্টফোনে। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ভারতীয় ওয়েবসাইট ফার্স্ট পোস্ট।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি অ্যানড্রয়েড ডিভাইসে চলছে অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম। আর পুরোনো অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে ফ্রায়ো, জিঞ্জারব্রেড ও আইসক্রিম স্যান্ডউইচ মিলিয়ে ৪ দশমিক ৩ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইসে এসব অপারেটিং সিস্টেম চালু রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েব্সাইট দ্য ভার্জ জানিয়েছে, গত বছর মুক্তি পেয়েছিল মার্শম্যালো। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল অ্যানড্রয়েড ললিপপ, ২০১৩ সালে কিটক্যাট, ২০১২ সালে জেলি বিন ও ২০১১ সালে আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমগুলো মুক্তি পেয়েছিল।
পিসিম্যাগ জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে মার্শম্যালো বাজারে আসার আগে ২১ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইসে ললিপপ চালু ছিল।