এইচটিসি ডিজায়ার ৮২০
এক বছর আগে ‘এইচটিসি ডিজায়ার ৮১৬’ মডেলের মোবাইল ফোনটি বাজারে এসেছিল। মাঝারি দামের মধ্যে অনেক সুবিধা থাকায় স্মার্টফোনটি বেশ জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় এইচটিসি নিয়ে এসেছে ডেজায়ার ৮২০ মডেলটি।
এতে রয়েছে কোয়ালকমের ৬৪ বিট অক্টা স্কোর স্ন্যাপড্রাগন ৬১৫ এসওসি। এ থেকেই বোঝা যাচ্ছে, মাঝারি দামের স্মার্টফোনের বাজারে রাজত্ব করতে চায় এইচটিসি।
এটি দেখতে অনেকটা আগের মডেল ডিজায়ার ৮১৬-এর মতোই। রয়েছে ৭২০ পিক্সেলের ৫.৫ ইঞ্চি বড় পর্দা। আকারের কারণে এটাকে ফ্যাবলেটও বলা যায়।
রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ক্যামেরার জন্য রয়েছে বিশেষ একটি অ্যাপ, যা ক্যামেরার লেন্সকে রাখবে পরিষ্কার ও সচল।
র্যাম ২ জিবি, ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি সাথে ৩২ জিবি পর্যন্ত মেমোরি যোগ করা যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে।
ফোর জি কানেক্টিভিটির এই সেটে রয়েছে ৪.০ ব্লুটুথ, অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৪.৪.৪।