গ্যালাক্সি ফ্ল্যাগশিপের ব্যাটম্যান সংস্করণ
ব্যাটম্যান ভক্তদের জন্য সুখবর। স্যামসাং ঘোষণা দিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে বের হওয়া তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৭ এজ-এর একটি নতুন সংস্করণ তারা বাজারে ছাড়তে যাচ্ছে, যেটি পুরোপুরি তৈরি হয়েছে ডিসি কমিকসের বিখ্যাত ব্যাটম্যানকে থিম করে।
‘গ্যালাক্সি এস৭ এজ ইনজাস্টিস’ নামক সংস্করণটি মূলত তৈরি হয়েছে বিখ্যাত মোবাইল গেম ‘ইনজাস্টিস : গডস অ্যামং আস’-এর স্মৃতি রক্ষার্থে। এই বছরের এপ্রিলে গেমটির তিন বছর পূর্ণ হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই সংস্করণটি তৈরি করার জন্য স্যামসাংকে একত্রিত হতে হয়েছে ওয়ার্নার ব্রাদার্স, ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেইনমেন্ট এবং ডিসি এন্টারটেইনমেন্টের মতো প্রতিষ্ঠানের সঙ্গে।
গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন এই সংস্করণটি আসবে খুবই সীমিত সংখ্যায়। আশা করা হচ্ছে জুনের প্রথম দিকেই চীন, সিঙ্গাপুর, কোরিয়া, ল্যাটিন অ্যামেরিকা এবং রাশিয়ার বাজারে ছাড়া হবে স্মার্টফোনটি। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য দেশেও সেটটি মুক্তি দেওয়ার কথা ভাবছে স্যামসাং।
‘ইনজাস্টিস : গডস অ্যামং আস’ গেমটি ডেভেলপ করেছে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান নেদাররিল্ম স্টুডিও। গেমটি বিখ্যাত হয়েছে এর চমৎকার গ্রাফিকস এবং অসাধারণ ফাইটিং এক্সপেরিয়েন্সের জন্য।
আর প্রতি দলে তিনজন করে ট্যাগ টিম খেলার জন্য গেমটিতে বেছে নেওয়া যায় ডিসি কমিকসের বিখ্যাত সব চরিত্রকে। তাই বিশ্বজুড়ে ডিসি কমিকসের ভক্তদের কাছে গেমটির জনপ্রিয়তা অনেক বেশি।
গ্যালাক্সি এস৭ এজ ইনজাস্টিস সংস্করণটি আসবে গাঢ় কালো রঙে আর ফোনের রিয়ার প্যানেলে থাকবে ব্যাটম্যানের একটি চিহ্ন। সেটের সঙ্গে কিছু কিছু দেশে স্যামসাং একটি ভার্চুয়াল রিয়েলিটি গিয়ারও প্রদান করবে যাতে গেমটি খেলার অভিজ্ঞতা হয়ে ওঠে আরো অসাধারণ।
এ ছাড়া অন্যান্য হার্ডওয়্যার স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে এক্সিনোস ৮৮৯০ ৬৪-বিট অক্টা-কোর (২.৩ গিগাহার্টজ কোয়াডকোর+১.৬ গিগাহার্ট কোয়াডকোর) প্রসেসর, সঙ্গে ৪ জিবি এলপিডিডিআর৪ র্যাম।
১২ মেগা পিক্সেল এফ/১.৭ রিয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি শুটার। এ ছাড়া অন্যান্য ফিচারও রয়েছে একই রকম।