নতুন স্মার্টফোন
এলজি স্টাইলাস ২ প্লাস
দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন এলজি স্টাইলাস ২ প্লাস। তাইওয়ানের বাজারে এর দাম রাখা হয়েছে ৩৩৪ মার্কিন ডলার।
টাইটান, গোল্ড ও ব্রাউন এই তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। এশিয়া, দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা খুব শিগগিরই ফোনটির বিক্রি শুরু হবে। এ খবর জানিয়েছে এলজি নিউজ রুম ও ড্রয়েড লাইফ।
এলজি স্টাইলাস ২ প্লাস স্মার্টফোনে রয়েছে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
এটি চলবে ১ দশমিক ৪ গিগাহার্জ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসরে। এর সঙ্গে রয়েছে ২ জিবি ও ৩ জিবি র্যামের দুটি আলাদা সংস্করণ।
ইন্টারনাল স্টোরেজেও রয়েছে ১৬ ও ৩২ জিবির দুটি আলাদা সংস্করণ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা আরো ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে, এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ডিভাইসটির রিয়ার ক্যামেরার দুটি সংস্করণ রয়েছে। একটি ১৩ ও আরেকটি ১৬ মেগাপিক্সেলের, যার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ ও ফ্রন্ট ক্যামেরাতেও রয়েছে দুটি সংস্করণ ৫ ও ৮ মেগাপিক্সেল।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস। এর ব্যাটারি ৩০০০ এমএএইচের।
এলজি স্টাইলাস ২ প্লাস স্মার্টফোনটি সম্পর্কে এলজি ইলেক্ট্রনিক্সের প্রেসিডেন্ট জুনো চো বলেন, ব্যবহারকারীদের কাজের সুবিধার্থে এলজি স্টাইলাস ২ প্লাস স্মার্টফোনটিতে বড় একটি স্ক্রিন দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে পেন। ফলে স্মার্টফোনে লেখার কাজে এই দামে অন্য যেকোনো ডিভাইসের চেয়ে এগিয়ে থাকবে এই ফোন।’
কিছুদিন আগেই এলজি তাদের ফ্ল্যাগশিপ ফোন জি৫ বাজারে ছেড়েছে। জি৫ ফ্ল্যাগশিপে রয়েছে ইউনিবডি মড্যুলার ডিজাইন ও স্লাইড-আউট ব্যাটারি।
এক নজরে এলজি স্টাইলাস ২ প্লাস
ডিসপ্লে : ৫ দশমিক ৭ ইঞ্চি (১০৮০x১৯২০ পিক্সেল) ফুল এইচডি আইপিএস কোয়ান্টাম ডিসপ্লে
চিপসেট : ১ দশমিক ৪ গিগাহার্জ অক্টা-কোর
ক্যামেরা : রিয়ার ১৩/১৬ মেগাপিক্সেল, ফ্রন্ট ৫/৮ মেগাপিক্সেল
মেমোরি : ২জিবি, ৩ জিবি র্যাম/১৬ জিবি, ৩২ জিবি রম
ব্যাটারি : ৩০০০ এমএএইচ (রিমুভ্যাবল)
অপারেটিং সিস্টেম : অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো
আকার : ১৫৫ x৭৯.৬ x৭.৪ মিলিমিটার
ওজন : ১৪৫ গ্রাম
নেটওয়ার্ক : এলটিই/এইচএসপিএ+/জিএসএম
কানেক্টিভিটি : ওয়াই-ফাই ৮০২.১১ এ, বি, জি, এন/ব্লুটুথ ৪.১/ইউএসবি ২.০
রং : টাইটান/ গোল্ড/ব্রাউন
অন্যান্য : ফিঙ্গারপ্রিন্ট সেন্সর