নতুন স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি জে৩ প্রো
নিত্যনতুন স্মার্টফোন বাজারে এনে ক্রেতাদের আগ্রহ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে স্যামসাংয়ের জুড়ি নেই। এবার তারা নিয়ে এলো ফোরজি কানেক্টিভিটির স্মার্টফোন গ্যালাক্সি জে৩ প্রো।
চীনের বাজারে ছাড়া হয়েছে এই ফোন। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। স্যামসাংয়ের জে সিরিজের অন্যান্য ফোনের মতই এতে রয়েছে মেটাল ফ্রেম। রয়েছে গ্যালাক্সি সিরিজের সিগনেচার হোম বাটন।
গ্যালাক্সি জে৩ প্রো স্মার্টফোনে রয়েছে পাঁচ ইঞ্চি এইচডি (৭২০ x ১২৮০ পিক্সেলস) সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটি চলবে ১.২ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন ৪১০ কোয়াড-কোর প্রসেসরে, যার সঙ্গে রয়েছে ২ জিবি র্যাম।
ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। রিয়ার ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। সেটটিতে ব্যাটারি রয়েছে ২৬০০ এমএএইচ-এর।
রিয়ার ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ ও এফ/২.০ অ্যাপার্চার। ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস-এর ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।
কানেক্টিভিটির জন্য সেটটিতে রয়েছে ফোরজি, জিপিআরএস/এজ, থ্রিজি, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস, এনএফসি ও মাইক্রোইউএসবি।
ধূসর ও সোনালি—এ দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১৫০ মার্কিন ডলার।
বাজার বিশ্লেষকদের মতে, হুয়াওয়ে ও শাওমির মতো চীনা স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বাজারে টিকে থাকতেই এই হ্যান্ডসেট নিয়ে এসেছে স্যামসাং।