নতুন স্মার্টফোন
এলজি এক্স সিরিজের চারটি ফোন
একসঙ্গে চারটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিকস। এ খবর জানিয়েছে স্মার্টফোনবিষয়ক ওয়েবসাইট ফোন এরিনা।
এক্স সিরিজের নতুন এই চারটি স্মার্টফোন হলো এক্স পাওয়ার, এক্স ম্যাচ, এক্স স্টাইল ও এক্স ম্যাক্স। গত ফেব্রুয়ারিতে ডুয়েল ক্যামেরার এলজি এক্স ক্যাম স্মার্টফোন দিয়ে এলজির এক্স সিরিজের যাত্রা শুরু হয়।
গত সপ্তাহে এক্স সিরিজের দুটি সেট ইউক্রেনের বাজারে ছাড়া হয়েছিল। এবার এটি ছাড়া হয়েছে বিশ্ববাজারে। এলজি এক্স পাওয়ার মডেলে রয়েছে ৫ দশমিক ৩ ইঞ্চি স্ক্রিন ও ৪১০০ এমএএইচ এর ব্যাটারি। রয়েছে দ্রুত চার্জিং প্রযুক্তি।
এতে আছে ১ দশমিক ১ গিগাহার্জের কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ প্রসেসর, দুই জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এলজি এক্স স্টাইল ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন।
এলজি এক্স ম্যাচ স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির কোয়াড-এইচডি ১১৪০x২৫৬০ ডিসপ্লে। বড় স্ক্রিনের কারণে এই ফোনটিকে বলা হচ্ছে ফ্যাবলেট।
এলজি এক্স স্টাইলে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। রয়েছে কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসরের সঙ্গে ১ দশমিক ৫ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি রয়েছে ২১০০ এমএএইচ এর। রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
এলজি এক্স ম্যাচ ফোনটিতে রয়েছে কিউএইচডি আইপিএস কোয়ান্টাম ডিসপ্লে ও ১ দশমিক ৮ গিগাহার্জের প্রসেসর।
তবে এসব স্মার্টফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি এলজি।