আইফোন ৬ কি চীনা ফোনের নকল?
বিভিন্ন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানকে নকলের অভিযোগে অভিযুক্ত করার ব্যাপারে বেশ ‘খ্যাতি’ আছে অ্যাপলের। কিন্তু এবার খোদ অ্যাপলের বিরুদ্ধেই আনা হয়েছে নকলের অভিযোগ। সেটাও নাকি অখ্যাত এক চীনা প্রতিষ্ঠানের পণ্য নকল করার মত ‘গুরুতর’ অপরাধ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক টাইমস জানিয়েছে এই তথ্য।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বাইলি’ দাবি করেছে তাদের নির্মিত একটি স্মার্টফোনের ডিজাইন চুরি করে অ্যাপল তাদের ‘আইফোন ৬’ মডেলের স্মার্টফোনটি ডিজাইন করেছে। বাইলি ১০০সি মডেলের স্মার্টফোনের সাথে ডিজাইনের দিক থেকে নাকি পার্থক্যই করা যাবে না আইফোন ৬-কে।
আর এতেই চটে গিয়ে তারা মেধাসত্ত্ব লংঘনের অপবাদ দিচ্ছে অ্যাপলের বিরুদ্ধে। আইনানুগ ব্যবস্থা নিয়েছে অ্যাপল এবং চীনে অ্যাপলের ডিস্ট্রিবিউটর জংফু টেলিকমের বিরুদ্ধে।
চীনের মেধাসত্ত্ব সংরক্ষণ অফিস বাইলির পক্ষেই অবস্থান নিয়েছে। তাদের মতেও দুটি স্মার্টফোনের মধ্যে পার্থক্য খুব সামান্য। সাধারণ ক্রেতারা এ কারণে বিভ্রান্তির শিকার হতে পারেন।
প্যাটেন্ট লঙ্ঘনের ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত করা হয়েছে বাইলির মামলাটিকে। বেইজিংয়ের বাজারে আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রির ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাইলি তাদের ১০০সি স্মার্টফোন বাজারজাত করে ২০১৪ সালের এপ্রিলে। অন্যদিকে অ্যাপলের আইফোন ৬ এবং ৬ প্লাস মুক্তি পায় একই বছরের সেপ্টেম্বরে।
তবে বাইলিত হম্বিতম্বি দেখে ভয় পায়নি অ্যাপল। তারা পাল্টা আপিল করেছে মেধাসত্ত্ব সংরক্ষণ অফিসে। আইফোন ৬ ও ৬ প্লাসের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবির সাথে সাথে প্যাটেন্ট আইনের কোনো বরখেলাপ করেনি অ্যাপল, তা জানিয়ে দিয়েছে তারা। এই আপিল গ্রহণ করে আইফোন ৬ বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তবে পরবর্তী আইনি লড়াই যথাযথভাবে চলবে।