আইফোন৭-এ বিশালাকৃতির রিয়ার ক্যামেরা?
আইফোনেরপরবর্তী মডেলে কী থাকছে এটা নিয়ে জানার জন্য সবাই এখন দারুণ আগ্রহী। আর তাই আইফোন৭ সম্পর্কে সামান্য কোনো নতুন তথ্যও যদি পাওয়া যায় তাই নিয়েও তোলপাড় চলছে।
এবার ছবিসহ নতুন এক তথ্য পাওয়া গেল। আইফোন৭–এ থাকতে পারে বিশালাকৃতির রিয়ার ক্যামেরা। অন্তত যে ছবি পাওয়া গেছে তাতে তাই মনে হচ্ছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
আইফোন৬ ও আইফোন৬এস মডেলে ক্যামেরার জায়গা দখল করেছিল অ্যান্টেনা লাইনস। এর ফলে রিয়ার প্যানেলে অনেকটা জায়গা নষ্ট হয়েছে বলেই অভিযোগ ছিল ব্যবহারকারীদের।
হয়তো সেই অভিযোগ আমলে নিয়েই অ্যান্টেনা ব্যান্ড সরিয়ে নিতে যাচ্ছে অ্যাপল। সে রকমই এক ছবি পাওয়া যাচ্ছে অনলাইনে। সেখানে দেখা যাচ্ছে অ্যান্টেনা ব্যান্ডের জন্য জায়গা কমিয়ে সেখানে বড় আকারের ক্যামেরা বসানো হয়েছে।
এর আগে আইফোন৭-এর ডিজাইন নিয়ে গত বছর দ্য নিউইয়র্কার পত্রিকাকে অ্যাপলের ডিজাইন চিফ জনি ইভ বলেছিলেন,‘প্রায়োগিক পরিবর্তন আনা হয়েছে’। এর বিস্তারিত কিছু তিনি বলেননি।
বড় আকারের এই ক্যামেরা দেখে ধারণা করা হচ্ছে ক্যামেরা ফিচারটিকে আরো উন্নত করছে অ্যাপল। তবে এই পরিবর্তন কী ধরনের সে ব্যাপারে এখনো কোনো আভাস পাওয়া যায়নি।
স্যামসাং গ্যালাক্সিএস৭ ও এস৭এজ-এর মতো স্মার্টফোনগুলোতেও বড় আকারে রিয়ার ক্যামেরা রয়েছে,আর এগুলো দেওয়া হয়েছে ক্যামেরার সেন্সরকে দ্রুত করার জন্য।
অবশ্য ফাঁস হওয়া ছবি দেখে অনেক ব্যবহারকারীই বলছেন,বড় আকারের এই ক্যামেরা আইফোনের সৌন্দর্য নষ্ট করবে। তবে এসব গুজব না সত্যি সে সম্পর্কে অ্যাপলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।