ডুয়েল রিয়ার ক্যামেরা নিয়ে হুয়াওয়ে অনার ৮
স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের জনপ্রিয় সিরিজ অনার। এবার এই সিরিজের নতুন ফোন অনার ৮ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
গতকাল সোমবার চীনে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডসেটটি উন্মুক্ত করা হয়। আগামী ১৯ জুলাই থেকে চীনে সেটটির বিক্রি শুরু হবে। এ খবর জানিয়েছে অ্যানড্রয়েড অথরিটি।
তিনটি আলাদা সংস্করণে বাজারে ছাড়া হবে হুয়াওয়ে অনার ৮। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটির দাম রাখা হয়েছে এক হাজার ৯৯৯ চীনা ইয়েন। ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে দুই হাজার ২৯৯ চীনা ইয়েন। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে দুই হাজার ৪৯৯ চীনা ইয়েন।
হুয়াওয়ে অনার ৮ হ্যান্ডসেটের সবচেয়ে বড় চমক ডুয়েল রিয়ার ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় রয়েছে ডুয়েল-টোন এলইডি ফ্ল্যাশ ও লেজার অটোফোকাস। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের।
দ্রুত চার্জিংয়ের জন্য স্মার্টফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি কানেক্টর। এতে রয়েছে ৩০০০ এমএএইচ এর নন রিমুভাল ব্যাটারি। ব্যাকপ্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
৭ দশমিক ৪৫ মিলিমিটার পাতলা এই ফোনে রয়েছে মেটাল ফ্রেম ও গ্লাস ব্যাক। এর ডিসপ্লে ৫ দশমিক ২ ইঞ্চির ফুল-এইচডি (১০৮০x১৯২০ পিক্সেলস) এলটিপিএস এলসিডি। স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৪২৩ পিপিআই।
স্মার্টফোনটি চলবে ১ দশমিক ৮ গিগাহার্জের অক্টা-কোর কিরিন ৯৫০ প্রসেসরে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে ১২৮ জিবি পর্যন্ত।
অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো ভিত্তিক ইএমইউআই ৪ দশমিক ১ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। এতে রয়েছে হাইব্রিড ডুয়েল-সিম স্লট।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, ওয়াই-ফাই এ/বি/জি/এন/এসি, থ্রিজি, জিপিআরএস/এজ, ব্লুটুথ ৪ দশমিক ২, জিপিএস, এনএফসি এবং ইনফ্রারেড সেন্সর।