আগস্টে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৭
আর কোনো গুজব নয়, আগামী ২ আগস্ট স্যামসাংয়ের নতুন ফ্যাবলেট স্মার্টফোন গ্যালাক্সি নোট ৭ উন্মুক্ত করা হবে। স্মার্টফোন-মেকারের এক ব্লগপোস্টে জানানো হয়েছে, ২ আগস্ট স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে।
এ খবর নিশ্চিত করা হয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকেও। স্যামসাং এর বিবৃতিতে গ্যালাক্সি নোট ৭-এর ব্যাপারে বলা হয়েছে, ‘নিজেকে প্রকাশ করার ও যোগাযোগের জন্য শক্তিশালী একটি যন্ত্র। যারা তাদের ফোনের মাধ্যমেই সব কাজ সারতে চান, তাদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, এস পেন-এর কার্যকারিতা আরো বাড়ানো হয়েছে গ্যালাক্সি নোট ৭ ফ্যাবলেটে। স্ক্রিন সাইজও বড় করা হয়েছে। এর ফলে ল্যাপটপ বা ডেস্কটপের মতো অনেক কাজই এই ফ্যাবলেটে সেরে ফেলা যাবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্যালাক্সি নোট ৭ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। তবে গ্যালাক্সি নোট ৭-এর স্পেসিফিকশন নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং।
তবে ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বসের খবরে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফ্যাবলেটটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২৩ অথবা এক্সিনোস ৮৮৯৩ প্রসেসর।
এর আগে গ্যালাক্সি নোট ৫ ফোনে মাইক্রোএসডি কার্ড ছিল না। এ নিয়ে অসন্তুষ্ট ছিলেন স্যামসাং ব্যবহারকারীরা। তাই নোট ৭-এ ফিরিয়ে আনা হয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট। ধারণা করা হচ্ছে, আইরিস স্ক্যানিং থাকতে পারে গ্যালাক্সি নোট ৭-এ।