স্যামসাং গ্যালাক্সি নোট ৭- এ যা থাকতে পারে
বাজারে স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংস্করণ ‘নোট ৭’ বাজারে আসতে আর বেশি দেরি নেই। স্যামসাংয়ের কর্তাদের ঘোষণা অনুযায়ী সামনের মাসের ২ তারিখেই এই ফোনটি উন্মুক্ত করা হবে।
তবে এখনই গ্যালাক্সি পরিবারের এই সর্বশেষ সংযোজনে কী কী সুবিধা থাকতে পারে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে নোট ৭-এর সম্ভাব্য কিছু ফিচারের কথা।
ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি নোট ৭-এ থাকবে ৫ দশমিক ৭ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এ ছাড়া ১২ মেগাপিক্সেল রিয়ার আর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৬ জিবি র্যাম থাকতে পারে এই ফোনটিতে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাবেন স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। বিশ্বের অন্যান্য ভোক্তাদের জন্য থাকছে এক্সিনোস ৮৮৯০।
৪০০০ এমএইচ এর শক্তিশালী ব্যাটারি থাকতে পারে ফোনটিতে। ফোনটি হবে পানিরোধী ক্ষমতাসম্পন্ন এবং ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে ৬৪ জিবির। এ ছাড়া আশা করা হচ্ছে গ্যালাক্সি নোট ৭-এ অন্তত একটি ইউএসবি পোর্ট সংযুক্ত থাকবে।
নীল, কালো আর ধূসর রঙে পাওয়া যাবে ফ্যাবলেটটি। অবশ্য এসব কিছুই একেবারে নতুন খবর নয়। স্যামসাংয়ের যে কোনো নতুন ফোনেই এ জাতীয় কিছু ফিচার থাকে। তবে এখন পর্যন্ত গ্যালাক্সি নোট ৭-এর সম্ভাব্য সবচেয়ে বড় সংযুক্তি হতে পারে আইরিস স্ক্যানার।
যাতে ব্যবহারকারীরা কেবলমাত্র ফোনের দিকে তাকিয়েই ফোন আনলক করার মতো কাজগুলো করতে পারবেন। এরই মধ্যে চীনা সামাজিক মাধ্যম উইবোতে প্রকাশিত খবর অনুযায়ী আইরিস স্ক্যানারের পেটেন্টের জন্য আবেদন করেছে স্যামসাং।