বিক্রি কমেছে আইফোনের
গত এপ্রিলেই আইফোনের বিক্রি কমে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। অ্যাপলের জন্য দুঃসংবাদ হলো, তারা এখনো সেই খরা কাটিয়ে উঠতে পারেনি।
আইফোনের বদলে স্যামসাংয়ের তৈরি ফোনগুলো বেশি জনপ্রিয় হয়ে উঠছে ক্রেতাদের কাছে। এ খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট ও ইকোনমিক টাইমস।
আইফোনের সর্বশেষ মুক্তি পাওয়া হ্যান্ডসেট ‘আইফোন এসই’। এ বছরই তিনটি সংস্করণ নিয়ে আসবে ‘আইফোন ৭’। ওয়াল স্ট্রিটের বিশ্লেষণে বলা হয়েছে, ২০১৫ সালের তুলনায় এ বছরে আইফোনের বিক্রি কমেছে ১২ শতাংশ।
গত তিন মাসে যুক্তরাষ্ট্রে মোট স্মার্টফোন বিক্রির ১৬ শতাংশ জায়গা দখল করে আছে স্যামসাং গ্যালাক্সি ৭ সিরিজের ফোনগুলো। আর বিক্রির দিক থেকে আইফোন ৬এস ১৪ শতাংশ জায়গা দখল করে আছে।
আইফোনের বিক্রি কমে যাওয়া ভাবিয়ে তুলেছে অ্যাপলের নীতিনির্ধারকদের। আইফোন ৭-এর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন তাঁরা।
শুধু স্যামসাং নয়, শাওমি ও হুয়াওয়ের মতো চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোও বাজারে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, যা আইফোনের জন্য হুমকি হয়ে উঠছে।
আর্থিক ও ব্যাংকি প্রতিষ্ঠান বার্কলেস-এর গবেষক মার্ক মসকোয়িৎজ জানিয়েছেন, গত বছর ২৩১ দশমিক ৫ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি হয়েছে। এ বছর তা কমে ২০৩ দশমিক ৭ মিলিয়ন ইউনিটে নেমে আসতে পারে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কান্তারের গবেষক লরেন গুয়েনভর বলেন, ‘২০২০ সালের মধ্যে অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আইফোনের বিক্রি এভাবে কমতে থাকলে সেটা হুয়াওয়ের লক্ষ্যপূরণে সহায়ক হবে। এ ছাড়া গুজব রয়েছে, খুব শিগগির গুগল তাদের নিজেদের হ্যান্ডসেট নিয়ে আসতে পারে। তাহলে অ্যাপলের তাদের অবস্থান ধরে রাখা আরো কঠিন হয়ে যাবে।’