অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী নিয়ে এলেন অ্যানড্রয়েড ফোন
অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী জন স্কালি নিয়ে এসেছেন তাঁর নিজের প্রতিষ্ঠানের স্মার্টফোন। গত বছর ওবি ওয়ার্ল্ডফোন নামে এই স্মার্টফোনের তথ্য ফাঁস হওয়ার পর থেকেই দারুণ আলোচনায় ছিল ফোনটি। সম্প্রতি যুক্তরাজ্যের বাজারে ছাড়া হয়েছে ওবি স্মার্টফোন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী হলেও জন স্কালি তাঁর স্মার্টফোনগুলোকে দামি ফ্ল্যাগশিপের মতো করে তৈরি করতে চাননি; বরং তৃতীয় বিশ্ব থেকে শুরু করে সব দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই স্মার্টফোন তৈরি করেছেন তিনি। ইংল্যান্ডের বাজারে নতুন ওবি স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৯৯ পাউন্ড। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার বাজারও ধরতে চান জন স্কালি।
ওবি ওয়ার্ল্ডফোনের নতুন স্মার্টফোনটির নাম ‘এমভি১’। এতে থাকছে ৫ ইঞ্চির ৭২০ পিক্সেলের পর্দা। ৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ২১২ চিপ। ২ জিবি র্যামের সঙ্গে এখানে থাকছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা।
ফোরজি নেটওয়ার্কে কাজ করবে এই স্মার্টফোন। দুটি সিম একসঙ্গে সচল রাখার সুযোগ থাকছে ওবি এমভি১ স্মার্টফোনে। এতে ব্যাটারি রয়েছে ২৫০০ এমএএইচের।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে সায়ানোজেন ওএস ১২। এই অপারেটিং সিস্টেম মূলত গুগলের অ্যানড্রয়েড ললিপপের ওপর ভিত্তি করে নির্মিত।
মাঝারি মানের স্পেসিফিকেশন দিয়ে ওবি এমভি১ সাজানো হলেও ডিজাইনের দিকে বেশ মনোযোগ দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। এতে থাকছে ওবির ‘সিগনেচার ফ্লোটিং গ্লাস ডিসপ্লে’। মূল স্মার্টফোনের অন্যান্য অংশ থেকে স্মার্টফোনের পর্দা সামান্য উঁচু করে নির্মিত। যুক্তরাজ্যের বাজারে অ্যামাজান কিংবা ওবির বিক্রয়কেন্দ্র থেকে কেনা যাচ্ছে এমভি১।