আইফোন ৬ ও গ্যালাক্সি এস৬ পানিতে সিদ্ধ করলে কী হয়?
আপনার নতুন কেনা আইফোন ৬ বা স্যামসাং গ্যালাক্সি এস৬টি যদি পানিতে সিদ্ধ করা হয়, কী হতে পারে ভেবে দেখেছেন? এ কথা শুনে আপনি খেপে যেতে পারেন। কে চাইবে এত সাধের দামি ফোনটি পানিতে সিদ্ধ করতে! তবে এ পাগলামির পরীক্ষা করার লোকও আছে বৈকি!
পিসিম্যাগের খবরে পাওয়া গেল, ‘টেকর্যাক্স’ নামের একটি প্রযুক্তিবিষয়ক দল এ পরীক্ষা করে ফেলেছে। আর হাতেনাতে যে ফল পাওয়া গেছে, জানলে আপনার হাসতে হাসতে হাসফাস অবস্থা হয়ে যাবে।
টেকর্যাক্সের এ পরীক্ষা করার মূল উদ্দেশ্য, গরম পানিতে কোন ফোন বেশিক্ষণ টিকতে পারে, সেটা যাচাই করে দেখা। ফুটন্ত পানির একটি পাত্রে একই সময়ে দুটি ব্র্যান্ড নিউ আইফোন ৬ আর গ্যালাক্সি এস৬ ফেলে দেন এক ‘গবেষক’।এর আগে হ্যান্ডসেট দুটিতে চালু করে দেন স্টপওয়াচ। কোনটা কতক্ষণ টিকল, তা দেখতে হবে তো! বলে রাখা ভালো, এ দুটো ফোনের একটিও ফিচারগত দিক থেকে পানি-নিরোধক নয়।
তো যেটা হলো, পানিতে ‘সিদ্ধ’ করতে দেওয়ার ১০ সেকেন্ডের মাথায় আইফোনের স্ক্রিন একদম সাদা হয়ে গেল, এস৬ অবশ্য তখনো বেঁচে রয়েছে। টেকর্যাক্সের পরীক্ষকের বিস্ময়, ‘আরে, আইফোন ৬ মোটে ১০ সেকেন্ড টিকল?’
৩০ সেকেন্ডের মাথায় তাপমাত্রা একটু কমিয়ে দিতে বাধ্য হন পরীক্ষক, যাতে পানি ফুটতে ফুটতে গড়িয়ে না পড়ে। তখনো টিকে ছিল গ্যালাক্সি এস৬। এরপর, ৫৭ সেকেন্ড পর্যন্ত দেখা গেল এস৬-এর স্টপওয়াচ। এরপর সেটিও আর পারল না, ঘুটঘুটে কালো হয়ে গেল এর স্ক্রিন। সাথে সাথে এর স্ক্রিনে এলো একটি সতর্কীকরণ মেসেজ, ‘ফোনটি অতিরিক্ত গরম হয়ে গেছে’।
সময়োপযোগী বার্তা বটে! সে হিসেবে আপনার মনে হতে পারে, লড়াইয়ে জিতল গ্যালাক্সি এস৬। ধীরে, আরেকটু অপেক্ষা করুন!
গরম পানিতে ‘সিদ্ধ’ তো হলো, এবারে কি একটু ‘কোল্ড শাওয়ার’ না হলে চলে! দুটো ফোনকেই এবার ঠান্ডা পানিতে চুবিয়ে নেওয়া হলো আচ্ছা করে। ঠান্ডা হয়েই কি না কে জানে, আইফোনের স্ক্রিনে ভেসে উঠল ‘আধখাওয়া আপেল’-এর ছবি। আইফোনে অ্যাপলের লোগো কিছুক্ষণ দেখা গেলেও এস৬ ততক্ষণে শেষ নিশ্বাস ত্যাগ করেছে।
এরপর গ্যালাক্সি এস৬ চালু করার একটা চেষ্টা করা হলেও আর কোনো সাড়াশব্দ মেলেনি। সুতরাং, জয়মাল্য আইফোনেরই জুটল বলে সিদ্ধান্ত নিলেন পরীক্ষক। তবে, একটু পর আইফোন ৬-এরও প্রাণবাতি নিভে গেল- সাথে এই পরীক্ষারও সমাপ্তি!
এই ‘সিদ্ধকাহিনী’ চাইলে দেখে নিতে পারেন ভিডিও লিংক। তবে কোনো অবস্থাতেই এ পরীক্ষা নিজেরা করতে যাবেন না দয়া করে! আইফোন ৬ বা গ্যালাক্সি এস৬ তো আর গাছে ধরে না!