এসারের তিন সিমের স্মার্টফোন
ইলেকট্রনিক পণ্য নির্মাতা তাইওয়ানের প্রতিষ্ঠান এসার নিয়ে এসেছে এক স্মার্টফোন, যাতে থাকবে তিন সিম ব্যবহারের সুবিধা। লিকুইড এক্স টু মডেলের এই সেটটি আগামী মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে। তিন সিম ব্যবহারের সুবিধা সংবলিত এটাই এসারের প্রথম স্মার্টফোন। এরই মধ্যে আলোচনায় চলে এসেছে স্মার্টফোনটি।
৬৪ বিট অক্টা কোর প্রসেসরে চলবে ফোনটি। চার্জিংয়ের জন্য রয়েছে চার হাজার এমএএইচের ব্যাটারি। অবশ্য ইলেকট্রনিক নির্মাতা চীনা প্রতিষ্ঠান লেনোভো এরইমধ্যে ৪ হাজার এমএএইচ ব্যাটারির দুটি স্মার্টফোন লেনোভো কে ৮০ এবং লেনোভো এ ৫০০০ বাজারে ছেড়েছে।
ব্যাটারির ক্ষমতার দিক থেকে লিকুইড এক্স টুয়ের সমকক্ষ সেট থাকলেও এর ক্যামেরায় রয়েছে চমক। যাদের ছবি তোলার অভ্যাস রয়েছে তাদের জন্য সুখবর হচ্ছে ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দুটোই ১৩ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন। সাথে রয়েছে এফ/১.৮ লেন্স।
৫.৫ ইঞ্চি পর্দার সেটটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এসার। তবে তারা বলছে যাদের প্রায়ই ভ্রমণে যেতে হয় তাদের জন্য খুবই উপকারী হবে এই স্মার্টফোন।
অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত ফোনের পাশাপাশি উইন্ডোজ ফোনের ক্ষেত্রেও নজর রয়েছে এসারের। গত মাসে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে চালিত লিকুইড এম ২২০ মডেলের ফোনটি বাজারে ছেড়েছিল তারা। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করা যাবে ফোনটি।