বাঁকানো পর্দার আইফোন বানাচ্ছে অ্যাপল?
আগামী বছর আইফোনের তিনটি সংস্করণ আনতে যাচ্ছে অ্যাপল। এ তিনটি স্মার্টফোনের একটি হতে যাচ্ছে প্রিমিয়াম সুবিধাসংবলিত। আর এই আইফোনেই প্রথমবারের মতো থাকছে বাঁকানো পর্দা। প্রযুক্তিবিষয়ক ওয়েব্সাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি আইফোনের একটি ৪ দশমিক ৭ ইঞ্চি পর্দার, একটি ৫ দশমিক ৫ ইঞ্চি পর্দার এবং অপর প্রিমিয়াম মানেরটি ৫ দশমিক ৫ ইঞ্চি কিংবা তার চেয়ে বড় আকারের হতে পারে। শেষের আইফোনটির দুই পাশের পর্দাই বাঁকানো থাকবে, ঠিক স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ এজ-এর মতো। অন্যদিকে অ্যাপলকে বাঁকানো পর্দা সরবরাহের কাজটিও করবে স্যামসাং। প্রিমিয়াম আইফোনে থাকবে ওএলইডি পর্দা।
ধারণা করা হচ্ছে, আগামী মাসের শুরুর দিকেই অ্যাপল মুক্তি দেবে পরবর্তী আইফোন। আইফোনের ৫ দশমিক ৫ ইঞ্চি পর্দার সংস্করণ আসবে ডুয়েল ক্যামেরা নিয়ে। অন্যদিকে ৪ দশমিক ৭ ইঞ্চির আইফোনে থাকছে প্রচলিত একটি লেন্সের ক্যামেরা। তা ছাড়া ধারণা করা হচ্ছে, নতুন আইফোনে বাদ যাচ্ছে ৩ দশমিক ৫ মিমি হেডফোন জ্যাক এবং যোগ হচ্ছে প্রেশার সেনসেটিভ হোম বাটন।
গত জানুয়ারিতে অ্যাপল জানিয়েছিল, পৃথিবীজুড়ে তাদের ১০০ কোটির বেশি অ্যাকটিভ ইউজার রয়েছে। তবে সে গণনায় আইফোনের পাশাপাশি আইপ্যাড কিংবা ম্যাকের মতো ডিভাইসও অন্তর্ভুক্ত ছিল। প্রযুক্তিবিশ্লেষক বেনিডিক্ট ইভান জানান, এ মুহূর্তে পৃথিবীতে মোটামুটি ৬৩ কোটি আইফোন সচল রয়েছে। অন্যদিকে অ্যানড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে সংখ্যাটি ১৩০ থেকে ১৪০ কোটির মাঝামাঝি।