নতুন স্মার্টফোন
শাওমি রেডমি নোট ৪
রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনল শাওমি। ‘রেডমি নোট ৪’ নামে এই স্মার্টফোন বরাবরের মতোই দারুণ শক্তিশালী এবং দামে কম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ খবর।
৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি পর্দার ‘রেডমি নোট ৪’ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ১০ কোরবিশিষ্ট শক্তিশালী হেলিও এক্স২০ প্রসেসর। ৩ জিবি র্যামের রেডমি নোট পাওয়া যাবে ১৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজের দুটি সংস্করণে।
১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তা ছাড়া শাওমির এই স্মার্টফোনেও যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ৪১০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি থাকবে নোট ৪ স্মার্টফোনে।
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শাওমির এমআইইউআই ৮ অ্যানড্রয়েড মার্শম্যালোভিত্তিক ফার্মওয়্যার। বিগত কয়েকটি স্মার্টফোনে শাওমি এই ফার্মওয়্যার ব্যবহার করে আসছে।
সম্পূর্ণ মেটাল বডির স্মার্টফোনের পর্দাটি ঈষৎ বাঁকা। শাওমি তাদের এই বাঁকা পর্দাকে ডাকছে ২ দশমিক ৫ডি গ্লাস হিসেবে। যদিও এই প্রযুক্তি তাদের জন্য একদম নতুন কিছু নয়, তবে সব মিলিয়ে রেডমি ৪-কে শাওমির অন্যান্য ফ্ল্যাগশিপ থেকে পিছিয়ে রাখার উপায় থাকছে না। শাওমির রেডমি নোট ৪ এবং রেডমি প্রো-এর ভেতরে খুব বেশি পার্থক্য খুঁজে পাওয়া যাবে না প্রথম দেখায়।
স্পেসিফিকেশনে খুব একটা পিছিয়ে না থাকলেও দামের দিক থেকে রেডমি প্রো-এর তুলনায় দামে বেশ কম রেডমি নোট ৪। ১৬ জিবি সংস্করণের দাম রাখা হয়েছে ১৩৫ মার্কিন ডলার, অন্যদিকে ৬৪ জিবি সংস্করণের দাম ১৮০ ডলার।
রুপালি, সোনালি ও গাঢ় ছাই রং—এ মোট তিনটি রঙে পাওয়া যাবে রেডমি নোট ৪। ২৬ আগস্ট থেকে চীনের বাজারে পাওয়া যাবে শাওমি রেডমি নোট ৪।