সবচেয়ে নিরাপদ পাঁচ স্মার্টফোন
স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে অনেকেই এখন চিন্তিত থাকেন। অনলাইনেও ফোনে হ্যাকিংয়ের ঘটনা বাড়ছে প্রতিনিয়ত। আর স্মার্টফোনের হাজারো অ্যাপ্লিকেশনের মাধ্যমেও মাঝে মাঝে ভাইরাস ছড়িয়ে পড়ে ফোনে। আর এসব জটিলতা এড়াতে সবাই চান নিজের স্মার্টফোন নিরাপদ রাখতে।
কিন্তু শুধুমাত্র নিরাপত্তার কথা মাথায় রেখেই দুনিয়ায় বেশকিছু স্মার্টফোন তৈরি করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, এসব স্মার্টফোনের নিরাপত্তায় কখনোই ব্যাঘাত ঘটাতে পারবে না হ্যাকাররা। আর তাই এসব ফোনের দামও তুলনামূলকভাবে বেশি।
সোলারিন
সোলারিন পৃথিবীর সবচেয়ে নিরাপদ প্রযুক্তিতে তৈরি স্মার্টফোন। বিশ্বের সবচেয়ে দামি এই স্মার্টফোনটি তৈরি করেছে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান সিরিন ল্যাবস। সিরিন ল্যাবসের সঙ্গে যৌথভাবে এই স্মার্টফোনের নিরাপত্তা প্রযুক্তির দেখভাল করছে নিরাপত্তা প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান কুলস্প্যান।
সিরিন ল্যাবসের মতে, তারা পৃথিবীর সবচেয়ে আধুনিক স্মার্টফোনটি তৈরি করতে চেয়েছিল সবচেয়ে সুরক্ষিত প্রযুক্তি দ্বারা। এই স্মার্টফোনের মাধ্যমে চিপ থেকে চিপে ২৫৬-বিট এনক্রিপশন করা যাবে। সামরিক বাহিনীর সদস্যরা তাঁদের যোগাযোগ সুরক্ষিত ও গোপনীয় রাখতে যে প্রযুক্তি ব্যবহার করেন সেই প্রযুক্তিই ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। আর তাই এর দামও আকাশচুম্বী, ১৪ হাজার মার্কিন ডলার।
সোলারিনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, যা ওয়াই-ফাই সংযোগের চেয়েও দ্রুতগতিতে কাজ করবে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে রয়েছে ২৩ দশমিক ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার সঙ্গে রয়েছে লেজার অটোফোকাস ও এফ/২.০ লেন্স। আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের। ৫ দশমিক ৫ ইঞ্চি আইপিএস এলইডি টুকে রেজ্যুলেশনের স্ক্রিন। ব্যাটারি রয়েছে ৪০০০ এমএএইচের।
ব্ল্যাকবেরি ডিটিইকে৫০
ব্ল্যাকবেরির তৈরির এই ফোনটি চলে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে। ব্ল্যাকবেরির মতে, তাদের ‘ব্ল্যাকবেরি ডিটিইকে৫০’ স্মার্টফোনটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ অ্যানড্রয়েড স্মার্টফোন। বিভিন্ন অ্যাপ্লিকেশনের মেয়াদ ফুরিয়ে গেলে বা অ্যাপ আপডেট দেওয়ার প্রয়োজন হলে তা স্বয়ংক্রিয়ভাবে করে ফোনটি। এর ফলে ফোন থাকে নিরাপদ। কোন নিরাপত্তা ঝুঁকি থাকলে আগে থেকেই সতর্ক করে দেয় ফোনটি। এ ছাড়াও এতে রয়েছে ‘পাসওয়ার্ড কীপার’ নামের একটি সুবিধা যা আপনার প্রয়োজনীয় সব পাসওয়ার্ড সুরক্ষিতভাবে এক জায়গায় জমা রাখে।
ব্ল্যাকবেরি ডিটিইকে৫০ স্মার্টফোনে রয়েছে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ২ ইঞ্চির ফুল এইচডি স্ক্র্যাচ রেজিসটেন্ট ডিসপ্লে। রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটির দাম ২৯৯ মার্কিন ডলার।
ব্ল্যাকফোন ২
সাইলেন্ট সার্কেল-এর তৈরি ‘ব্ল্যাকফোন ২’ চলে অ্যানড্রয়েডভিত্তিক সাইলেন্টের নিজস্ব অপারেটিং সিস্টেমে। তবে এতে ফোনের নিরাপত্তার দিকটিতে বেশি নজর দেওয়া হয়েছে। নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করার কারণে ভাইরাস বা হ্যাকিং ঠেকাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে সাইলেন্ট। ব্ল্যাকফোন ২ তে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, স্ক্রিনের নিরাপত্তার জন্য রয়েছে গরিলা গ্লাস প্রটেকশন। এতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, যার সঙ্গে রয়েছে বিএসআই সেন্সর।
বোয়িং ব্ল্যাক
এরোস্পেস, বোয়িং ও ব্ল্যাকবেরি মিলে তৈরি করেছে বোয়িং ব্ল্যাক স্মার্টফোনটি। কল এনক্রিপ্টিংয়ে সক্ষম এই ফোনটি। অ্যানড্রয়েডভিত্তিক অপারেটিংয়ে চালিত ফোনটি মূলত তৈরি করা হয়েছে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীদের ব্যবহারের জন্য। এ ছাড়া যাদের গোপন তথ্য নিয়ে কাজ করতে হয় তাদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে ফোনটি। এতে রয়েছে ৫ দশমিক ২ ইঞ্চি স্ক্রিন, ডুয়েল কোর ১ দশমিক ২ গিগাহার্জের এআরএম কর্টেক্স-এ৯ প্রসেসর ও ১৫৯০ এমএএইচ ব্যাটারি।
টুরিং ফোন
গত বছরের জুলাইতে ফোনটি বাজারে ছাড়া হয়। এটি চলে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমে। ফোনটির স্ক্রিন ৫ দশমিক ৫ ইঞ্চি, স্ক্রিন রেজ্যুলেশন ১০৮০X১৯২০ পিক্সেল। এতে রয়েছে ২ দশমিক ৫ গিগাহার্জের ক্র্যায়াট প্রসেসর। আরো আছে ৩০০০ এমএএইচ-এর ব্যাটারি। এতে আরো আছে ২ দশমিক ৫ গিগাহার্জের কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ এমএসএম৮৯৭৪এসি প্রসেসর ও ৩ জিবি র্যাম। ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। এর ব্যাটারি ৩০০০ এমএএইচ-এর। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে।