বাঁকানো পর্দার স্মার্টফোন আনছে শাওমি
অপেক্ষাকৃত কম দামে ভালো স্পেসিফিকেশনের হ্যান্ডসেট বাজারে এনে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি। এ বছরের শুরুতে বের হওয়া শাওমির ফ্ল্যাগশিপ ‘মি৫’ বেশ বাজার মাতিয়েছে। এবার জোর গুজব চলছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপকে ঘিরে। মি নোট সিরিজের পরবর্তী স্মার্টফোন ‘মি নোট ২’ বাজারে আসবে অতি শিগগিরই।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবো থেকে মি নোট ২-এর মুক্তির ব্যাপারে দুটি তারিখের কথা বলা হয়েছে—১৪ সেপ্টেম্বর অথবা ২৪ সেপ্টেম্বর। তবে ২৪ তারিখ শনিবার হওয়ায় আশা করা হচ্ছে, ১৪ তারিখেই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে মি নোট ২।
তবে নতুন হ্যান্ডসেটটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভিন্ন একটি কারণে। উইবোতে ফাঁস হয়ে যাওয়া কিছু ছবি থেকে এটা নিশ্চিত, মি নোট ২-এর ডিসপ্লেটি হবে বাঁকানো। যদি ছবির ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে স্যামসাং বাদে এই প্রথম কোনো প্রতিষ্ঠান বাঁকানো ডিসপ্লের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসতে যাচ্ছে।
এ ছাড়া আরো জানা যায়, ডিসপ্লেটি হবে ৫ দশমিক ৭ ইঞ্চি ওএলইডি স্ক্রিন এবং এই হ্যান্ডসেটেও রেডমি প্রো-এর মতো ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে।
আরো জানা যায়, শাওমি মি নোট ২-এর দুটি সংস্করণ বাজারে ছাড়বে, যার মধ্যে প্রথমটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট ও ৪ জিবি র্যাম এবং অন্যটিতে থাকবে ৮২১ স্ন্যাপড্রাগন ও ৬ জিবি র্যাম। স্মার্টফোনটির দাম শুরু হতে পারে দুই হাজার ৯৯৯ চীনা ইয়েন থেকে।