নতুন স্মার্টফোন
এইচটিসি ডেজায়ার ৬৫০
এইচটিসি নিয়ে এসেছে ডেজায়ার সিরিজের তাদের নতুন স্মার্টফোন ডেজায়ার ৬৫০। প্রতিষ্ঠানটির তাইওয়ানের ওয়েবসাইটে ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। যদিও ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এইচটিসি ডেজায়ার ৬৫০ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ফুল এইচডি (৭২০x১২৮০ পিক্সেলস) টিএফটি এলসিডি ডিসপ্লে। স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ২৯৪ পিপিআই।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।
২ জিবি র্যামের সঙ্গে থাকছে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।
ডেজায়ার ৬৫০ মডেলে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে অটোফোকাস, বিএসআই সেন্সর, এলইডি ফ্ল্যাশ এবং এফ/২ দশমিক ২ অ্যাপারচার।
ফ্রন্ট ক্যামেরা রয়েছে পাঁচ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে বিএসআই সেন্সর, এফ/১ দশমিক ৮ অ্যাপারচার ও অটো সেলফ টাইমার। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে ২২০০ এমএএইচের।