ওপ্পো আর৭ এবং আর৭ প্লাস
স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ওপ্পো। বাংলাদেশে এর কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। উন্নত মানের ক্যামেরা এবং প্রযুক্তির কারণে ওপ্পো ফোনের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। চীনের বাজারে ওপ্পো ছেড়েছে তাদের নতুন দুটি স্মার্টফোন আর৭ এবং আর৭ প্লাস।
দুই সেটেই রয়েছে মেটালিক ইউনিবডি। ২ দশমিক ৫ ডি গ্লাস দিয়ে ঘেরা হয়েছে ফ্রন্ট প্যানেল। সেটের পেছনের দিকে রয়েছে ভায়োলিন আর্ক ডিজাইন। আর৭ সেটে রয়েছে তিনটি ক্যাপাসিটিভ কি। এগুলো হলো ব্যাক, হোম এবং মেন্যু। আর৭ প্লাস মডেলটিতে রয়েছে অন স্ক্রিন বাটন। রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
দুটি সেটেই প্রায় কাছাকাছি ধরনের প্রযুক্তি যোগ করা হয়েছে। দুটি সেটই চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে, তবে আলাদা আলাদা ভার্সনে।
আর৭ চলবে অ্যানড্রয়েড ৪ দশমিক ৪ কিটক্যাট অপারেটিংয়ে। এতে রয়েছে ৫ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেটটিতে। ব্যাটারি রয়েছে ২৩২০ এমএএইচের। রয়েছে ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন কানেক্টিভিটি।
আর৭ প্লাসে রয়েছে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেম। ৬ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ সেটটিতে রয়েছে ৪১০০ এমএএইচের ব্যাটারি। রয়েছে ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি কানেক্টিভিটি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি যোগ করা যাবে এতে।
দুটি সেটেই রয়েছে ফোর জি এলটিই। সোনালি ও রুপালি দুই রঙে পাওয়া যাবে সেট দুটি। ডুয়েল সেম সেট দুটিতে মাইক্রো ও ন্যানো সিম চলবে। সেট দুটি চলবে ৬৪ বিট অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৬১৫ এমএসএম৮৯৩৯ (কোয়াড-কোর ১ দশমিক ৫ গিগাহার্টজ করটেক্স-এ ৫৩ এবং কোয়াড-কোর ১ গিগাহার্টজ করটেক্স-এ৫৩) প্রসেসরে।
এতে আরো রয়েছে ৩ জিবি র্যাম, এডের্নো ৩০৫ জিপিইউ, এফ/২ দশমিক ২ অ্যাপার্চার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
চীনের বাজারে সেট আর৭-এর দাম ধরা হয়েছে দুই হাজার ৪৯৯ ইয়েন এবং আর৭ প্লাসের দাম রাখা জয়েছে দুই হাজার ৯৯৯ ইয়েন। বাংলাদেশি টাকায় আর৭-এর দাম হতে পারে ৩২ হাজার এবং আর ৭ প্লাসের দাম হতে পারে ৩৮ হাজার টাকা।