শিক্ষাবিষয়ক তথ্য জানতে রেজাল্টবিডি
শিক্ষাবিষয়ক পরিপূর্ণ ওয়েব পোর্টাল রেজাল্টবিডি ডটঅর্গ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, ফলাফল, স্কলারশিপের তথ্য, পরীক্ষার রুটিন, নিয়োগ বিজ্ঞপ্তিসহ শিক্ষাবিষয়ক সব তথ্য একসঙ্গে মিলবে এই ওয়েব পোর্টালে।
রেজাল্টবিডি ডটঅর্গ ওয়েব পোর্টালটির যাত্রা শুরু হয় ২০১২ সালে। ওই সময় এর নাম ছিল ‘রেজাল্টবিডি ডটনেট’। ২০১৪ সালের শেষ দিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ওয়েব পোর্টালটি আরো বর্ধিত করা হয়। নামও পরিবর্তন করে হয় ‘রেজাল্টবিডি ডটঅর্গ’।
নতুন করে যাত্রা শুরুর পর রেজাল্টবিডি ডটঅর্গ দ্রুত সময়ের মধ্য পাঠকের নজর কাড়তে সক্ষম হয়। প্রতিদিন নিত্যনতুন রেজাল্ট ও শিক্ষাবিষয়ক তথ্য প্রদান করে এরই মধ্যে পোর্টালটি দেশের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পোর্টালটির জনপ্রিয় বিভাগগুলো হলো : সব ধরনের ভর্তি বিজ্ঞপ্তি, সব বোর্ডের ফল, ভর্তি পরীক্ষার ফল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষার রুটিনবিষয়ক তথ্য, বিসিএসসহ সব ধরনের চাকরির বিজ্ঞাপন ও ফলাফল, সব ধরনের স্কলারশিপ নোটিশ ও স্কলারশিপ রেজাল্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (BOU) সব তথ্য। এ ছাড়া পোর্টালটির অপর জনপ্রিয় বিভাগের মধ্যে আছে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য নতুন আইপিও অনুমোদন, আইপিও অ্যাপ্লিকেশন ফরম, প্রসপেক্টাস, আইপিও রেজাল্টসহ আইপিও-বিষয়ক সব ধরনের তথ্য।
লাখো শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর প্রতিমুহূর্তের রেজাল্ট ও শিক্ষাবিষয়ক তথ্য জানাতে অবিরাম কাজ করে চলছে রেজাল্টবিডি ডটঅর্গ। ওয়েব পোর্টালটির ঠিকানা : www.resultbd.org।
এরই মধ্যে ৯৩ হাজার পাঠক রেজাল্টবিডি ডটঅর্গের ফেসবুক পেজে যুক্ত হয়েছেন এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ওয়েব পোর্টালটির ফেসবুক পেজ : https://www.facebook.com/resultbd.net।