অভ্যুত্থানের জেরে মালির সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করছে ফ্রান্স
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে গত সপ্তাহে নয় মাসের মধ্যে দ্বিতীয় অভ্যুত্থানের পর মালিয়ান বাহিনীর সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করতে যাচ্ছে ফ্রান্স। দেশটি বলেছে, তারা মালির নাগরিকদের তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে সামরিক জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
গত বছরের অভ্যুত্থানের নেতৃত্বদানকারী মালির শক্তিশালী সামরিক নেতা আসিমি গোইতা গত সপ্তাহে দেশটির বেসামরিক অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মালির সাম্প্রতিক অভ্যুত্থান কূটনৈতিক অঙ্গনে ঝড় তোলে, যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মালির নিরাপত্তা বাহিনীকে তাদের নিরাপত্তা সহায়তা স্থগিত করে। একইসঙ্গে আফ্রিকান ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক সম্প্রদায় (ইকোওয়াস) মালিকে সাময়িকভাবে বরখাস্ত করে।
ফ্রান্সের সশস্ত্র বাহিনী গতকাল বৃহস্পতিবার বলেছে, ‘মালির রাজনৈতিক পরিবর্তনের কাঠামো পরিষ্কার করার জন্য ইকোওয়াস এবং আফ্রিকান ইউনিয়ন প্রয়োজনীয়তা এবং লাল রেখা নির্ধারণ করেছে।’
ফ্রান্সের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা অস্থায়ী ব্যবস্থা হিসেবে তাদের নিজেদের স্বার্থে মালিয়ান বাহিনী এবং জাতীয় উপদেষ্টা মিশনের সঙ্গে যৌথ সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সিদ্ধান্তগুলো আগামী দিনে মালিয়ান কর্তৃপক্ষের দেওয়া জবাবের ভিত্তিতে পুনরায় মূল্যায়ন করা হবে।’
এর আগে বৃহস্পতিবার বিশ্বজুড়ে মূলত ফরাসিভাষী রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করে এমন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লা ফ্রাঙ্কোফোনি মালিকে সাময়িকভাবে বরখাস্ত করে।