অস্ট্রেলিয়াতেও দুজনের দেহে করোনার নতুন ধরন শনাক্ত
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া এবং যুক্তরাজ্যে করোনার একটি নতুন ধরন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ার কথা শুনে দেশটির সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ১০টির বেশি দেশ। এবার অস্ট্রেলিয়াতেও ভাইরাসের সেই একই ‘স্ট্রেইন’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার কর্মকর্তারা বলেছেন, যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে যাওয়া দুজনের দেহে ওই ভাইরাস শনাক্ত হয়েছে। তারা দুইজনই হোটেলে কোয়ারেন্টিনে আছেন।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে গত বুধবার থেকে কোভিড-১৯ এর সংক্রমণ এবং শনাক্ত রোগী দ্রুত বাড়ছে। সিডনি কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নতুন একটি ক্লাস্টার বা গুচ্ছ থেকে এ রোগ ছড়াচ্ছে।
গত বুধবার থেকে সেখানে ৮৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন ক্লাস্টারটি সিডনির নর্দান বিচেস অঞ্চলে শনাক্ত হওয়ায় ওই এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে এবং সেখানকার আড়াই লাখের বেশি বাসিন্দাকে ঘরবন্দি থাকতে বলা হয়েছে।