অ্যারিজোনায় ভোটকেন্দ্রের বাইরে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র অবস্থান
মার্কিন নির্বাচনে ২৪ বছর পর অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট পাওয়ার পথে ডেমোক্র্যাটরা। এ অঙ্গরাজ্যে ভোট গণনা শেষ না হওয়ায় এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ফক্স নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে অ্যারিজনায় বাইডেনের জয় হয়েছে বলে জানানো হচ্ছে। তবে এখনো অনেক ভোট গণনা বাকি রয়েছে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, এবার অনেক ভোট পড়েছে অ্যারিজোনায়। আগাম ভোটসহ নির্বাচনের দিনের ভোট গণনা করতে সময় লাগছে।
এদিকে, ভোট গণনার মধ্যেই অ্যারিজোনার ফিনিক্স শহরে ভোটকেন্দ্রের বাইরে স্থানীয় সময় শুক্রবার সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। এর মধ্যে অনেককেই সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন। সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। অন্যদিকে দ্য গার্ডিয়ানের একটি ভিডিওতেও সমাবেশে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের উপস্থিতি দেখা গেছে।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়, ওই সমাবেশে ট্রাম্প সমর্থকদের অনেককেই প্রার্থনা করতে দেখা যায়। ট্রাম্পের সমর্থকরা বলছেন, ভোট যেন সঠিকভাবে গণনা করা হয়, সে জন্য প্রার্থনা করছেন তাঁরা।
এদিকে, ভোটের তিন দিন পেরিয়ে গেলেও এখনো চলছে গণনা। ব্যাটলগ্রাউন্ড খ্যাত জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা হয়েছে ৯৯ ভাগ, নেভাদায় ৮৭ ভাগ, নর্থ ক্যারোলাইনাতে ৯৯ ভাগ, পেনসিলভানিয়ায় ৯৯ ভাগ এবং অ্যারিজোনায় ৯০ ভাগ। শুক্রবারও এসব অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ছিলেন। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এগিয়ে গেলেন। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, একটি অঙ্গরাজ্যে জয় পেলেই বাইডেন পৌঁছে যাবেন ম্যাজিক ফিগার ২৭০ ইলেকটোরাল ভোটে।
নির্বাচনী কর্মকর্তারা বলছেন, ডাকযোগে পাঠানো ভোট গণনায় দেরি হচ্ছে।