করোনার মধ্যে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী পাচ্ছে ব্রাজিল
নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারো। মহামারি করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত এক বছরের মধ্যে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।
বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেনারেল এদুয়ারদো পাজুয়েল্লোর স্থলাভিষিক্ত হবেন দেশসেরা হৃদরোগ বিশেষজ্ঞ মারসেলো কুয়েইরোগা। কোনোরকম চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণও ছিল না জেনারেল পাজুয়েল্লোর।
সোমবার আলভোরাদা প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে ভাষণে জয়ের বলসোনারো বলেন, ‘দুপুরে চিকিৎসক মারসেলো কুয়েইরোগাকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এক থেকে দুই সপ্তাহের প্রক্রিয়া শেষে তাঁর নিয়োগ সম্পন্ন হবে। এখন থেকে ভাইরাস মোকাবিলায় আমরা আরও আগ্রাসী পদক্ষেপ নিতে যাচ্ছি।’
করোনা নিয়ন্ত্রণে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ও মহামারি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে পুরোটা সময় আলোচনায় ছিলেন প্রেসিডেন্ট বলসোনারো। সম্প্রতি দেশটিতে করোনার প্রকোপ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বলসোনারো প্রশাসনের কপালে। কয়েকদিন করোনায় দুই হাজারের বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে।
করোনায় মৃত্যু ও সংক্রমণ বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দেশ ব্রাজিল। এ পর্যন্ত দুই লাখ ৮০ হাজার মানুষ করোনায় মারা গেছে। আক্রান্ত হয়েছে মোট এক কোটি ১৫ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।