কেএফসি থেকে হট উইংসে অর্ডার করে পেলেন ঠোঁট-পালকসহ মুরগির মাথা
কেএফসির হট চিকেন উইংস খেতে গিয়ে হলো তিক্ত অভিজ্ঞতা। উইংস ভেবে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো মুরগির মাথা। এমনই এক ঘটনার সাক্ষী হলেন ব্রিটেনের গ্যাব্রিয়েল নামের এক নারী।
গ্যাব্রিয়েলের দাবি, জনপ্রিয় রেস্তোরাঁ চেন কেএফসি থেকে হট চিকেন উইংস অর্ডার করেছিলেন তিনি। একটি উইংস ভাঙতেই তিনি মুরগির ডানা নয়, বরং মাথা পান। মাথা, পালক, ঠোঁট-সহ মুরগি ভেজে দিয়েছে কেএফসি। এ ঘটনার কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।
গত ৩ ডিসেম্বর টেকআওয়ে ট্রমা নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে ব্রিটেন নিবাসী গ্যাব্রিয়েলের এ অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করে একটি টুইট করা হয়। টুইটে মুরগির মাথা দেওয়া কেএফসি-র খাবারের ছবিটিও পোস্ট করা হয়।
এখানে উল্লেখ করা হয়, গ্যাব্রিয়েল কেএফসি থেকে মিল বক্সের অর্ডার করেছিলেন। বক্স খুলেন হট উইংসে কামড় দিতেই চোখ ছানাবড়া হয়ে যায় তার। হট উইংসের বদলে গ্যাব্রিয়েল পান ঠোঁট-পালকসহ মুরগির আস্ত মাথা। এ নিয়ে নেটপাড়ায় তুমুল হইচই পড়ে যায়। প্রশ্ন উঠে কেএফসি খাবারের গুণগত মান নিয়ে।
এ টুইট ভাইরাল হতেই কেএফসি ইউকের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘আমরাও ছবিটি দেখে বিস্মিত, হতভম্ব। আমরা এ ঘটনার তদন্ত করছি। তবে এটুকু বলতে পারি আমরা আসল মাংস দিয়েই আমাদের সব পদ তৈরি করি। এজন্যই আমরা গর্বিত। যথেষ্ট যত্ন নিয়ে আমাদের রেস্তোরাঁগুলোতে পদ তৈরি করা হয়। এরকম ঘটনা সত্যিই বিরল’। পাশাপাশি অভিযোগকারী গ্যাব্রিয়েলের কাছে ক্ষমাও চেয়েছে কেএফসি।