চলতি বছরের হজ চুক্তি কাল জেদ্দায়
সৌদি আরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে হজ চুক্তি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। হজ চুক্তিতে সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেবেন সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বানতেন।
২০২০ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তির জন্য ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এখন সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছে।
এ সময় আরো উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম।
এ ছাড়া আরো উপস্থিত থাকবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল ফয়সাল আহমেদ, হজ কাউন্সিলর মো. মাকসুদুর রহমান।
এবারের হজ চুক্তিতে বাংলাদেশ আরো ২০ হাজার জনের হজ কোটা বাড়ানোর অনুরোধ করবে। সেইসঙ্গে ৫০ শতাংশ হারে হজযাত্রীদের জেদ্দা ও মদিনায় ফ্লাইট পরিচালনা, বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হবে। এ ছাড়া চুক্তিতে মাশায়েরে মোকাদ্দাসায় হজযাত্রীদের সেবার মান আরো উন্নত করার প্রস্তাব দেওয়া হবে।
মুসলিম জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন দেশের অনুকূলে সৌদি আরব কর্তৃপক্ষ হজ কোটা বরাদ্দ দেয়। গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পেয়ে আসছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অনুকূলে হজ কোটা বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার পাঁচ হাজার জনের কোটা বাড়াতে পারে সৌদি আরব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন।