ট্রাম্পের নির্বাচনী প্রচার চলবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলীয় প্রচার অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তবে গণসংযোগের কিছু কিছু প্রোগ্রাম ভার্চুয়ালে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর নির্বাচনী প্রচার নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পকে গত শুক্রবার হাসপাতালে নেওয়ার পর নির্বাচনী প্রচার চলবে বলে ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপারেশন মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) চলমান থাকবে। কমান্ডার-ইন-চিফ রণাঙ্গনে ফিরে না আসা পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকরা প্রচারণা চালিয়ে যাবেন।’
বিবৃতি অনুযায়ী, ৭ অক্টোবরের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগ পর্যন্ত রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে ভার্চুয়াল আয়োজন প্রাধান্য পাবে।
এদিকে এরই মধ্যে ট্রাম্পের রিপাবলিকান দলের প্রচার কমিটির উপদেষ্টা ক্রিস ক্রিস্টি ও ব্যবস্থাপক বিল স্টেপিয়েন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মার্কিন প্রশাসন ও রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।