দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ‘অন্ধকার সময়’
ইউরোপীয় ই্উনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনে হওয়া রুশ আগ্রাসন হলো ইউরোপের সবচেয়ে অন্ধকার সময়। বৃহস্পতিবার ইউরোপীয় ই্উনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এমন মন্তব্য করেন। খবর সিএনএন ও রয়টার্সের।
ইউরোপীয় ই্উনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনে রুশ আগ্রাসন হলো ইউরোপের সবচেয়ে অন্ধকার সময়। ইউক্রেন সঙ্কটকে কেন্দ্র করে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে ইউরোপ।
তিনি আরো বলেন, ইউক্রেনকে এখনই সাহায্য করা প্রয়্জেন। ইউক্রেন থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। এমনকি ইউরোপীয় ই্উনিয়নের স্টাফদেরও সরিয়ে নিতে হবে।
উল্লেখ, ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক আইন জারি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাচ্ছেন যে ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমর্পন করুক।
ইউক্রেনের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিনের শুরু থেকে রাশিয়া ২০৩ টি হামলা চালিয়েছে। ইউক্রেনের ভূখন্ডের প্রায় সবখানেই লড়াই চলছে।
দেশটির সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইউক্রেইনের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় সামি শহরে রাশিয়ার বাহিনীর সঙ্গে লড়ছে।
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তুমুল লড়াইয়ে রাশিয়া বাহিনীর কিছু সদস্যকে বন্দি করা হয়েছে।