নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীর হামলা, নিহত ৪৩
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোতো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে ৪৩ জন নিহত হয়েছে। গতকাল সোমবার রাজ্যের গভর্নরের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাজ্যের গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুয়াল বলেন, রোববার গোরোনিয়ো এলাকার একটি সাপ্তাহিক বাজারে গুলি ছোড়ার মধ্য দিয়ে হামলা শুরু হয়। গতকাল সোমবার সকাল পর্যন্ত হামলা অব্যাহত থাকে।
প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে এক বছর ধরে বন্দুকধারীরা অনেক মানুষকে হত্যা করছে। মুক্তিপণ আদায় করতে শত শত মানুষকে অপহরণ করছে তারা। বিভিন্ন জায়গায় যোগাযোগসেবা বিচ্ছিন্ন করে, সেনা অভিযান চালিয়ে এবং পুলিশ উপস্থিতি বাড়িয়ে এ নিরাপত্তার সংকট মোকাবিলার চেষ্টা করছে দেশটির সরকার।
ইলিয়াসু আব্বা নামের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রয়টার্সকে বলেন, বাজারটিতে ক্রেতা ও ব্যবসায়ীদের খুব ভিড় ছিল। বন্দুকধারীরা বাজারের চারপাশ ঘিরে ফেলে বিক্ষিপ্তভাবে গুলি ছুড়তে থাকে। পুলিশ সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তবে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে বন্দুকধারীরা।
এ ব্যাপারে পুলিশের এক মুখপাত্রের মন্তব্য জানতে চেয়ে সাড়া পায়নি রয়টার্স।
সোকোতো গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুয়াল তাঁর রাজ্যে সেনা উপস্থিতি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।