নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ, গ্রেপ্তার ৫০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নির্বাচন পরবর্তী বিক্ষোভ থেকে নারীসহ অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যেকটি ভোট গণনার দাবিতে ওই বিক্ষোভ করা হয়। নিউইয়র্ক পুলিশ বলছে, ওই বিক্ষোভে আগুন জ্বালিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়।
এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এক নারী নিউইয়র্ক পুলিশের কর্মকর্তাকে ‘ফ্যাসিবাদী’ বলে তাঁর শরীর লক্ষ্য করে থুথু দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ডকে কখনোই সহ্য করা হবে না। যারাই এ ধরনের কাজ করবে, তাদের গ্রেপ্তার করা হবে।’
এর আগে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে প্রেসিডেন্ট নির্বাচনের প্রত্যেকটি ভোট গণনার দাবিতে কয়েকশ মানুষ বিক্ষোভ-সমাবেশ করে। সেখানে শুরুতে অল্প সংখ্যক মানুষ উপস্থিত থাকলেও ক্রমেই বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে।
নিউইয়র্ক পুলিশ জানায়, ওই বিক্ষোভের একপর্যায়ে আবর্জনায় আগুন ধরিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়। এ ছাড়াও পুলিশকে লক্ষ্য করে আবর্জনা ও ডিম নিক্ষেপ করা হয়। সেখান থেকেই পুলিশ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া একই এলাকার পাশে অপর একটি সমাবেশে পুলিশি বাধার মুখে পড়ে সংঘর্ষে জড়ানোয় আরো অনেকেই গ্রেপ্তার হন। পুলিশ বলছে, আগের সমাবেশের সঙ্গে এ সমাবেশের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।