নেদারল্যান্ডসে অবস্থিত সৌদি দূতাবাসে গুলি
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত সৌদি দূতাবাস লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গুলি ছোড়ার ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। পুলিশ বলছে, এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। হামলার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোসা পাওয়া যায়। ডাচ টিভিতে দেখানো হয়েছে, গুলির আঘাতে জানালায় ছিদ্র হয়ে যাওয়ার ছবি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এর আগে গতকাল সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভায় বোমা হামলার ঘটনা ঘটে। এর এক দিন পরই ঘটল নেদারল্যান্ডসে অবস্থিত সৌদি দূতাবাসে গুলির ঘটনা।